মাসকাট, 23 জানুয়ারি :গত তিন মাসের ব্যবধানে ভারতীয় ক্রিকেটে তিন ফরম্যাটে শেষ হয়ে গিয়েছে 'বিরাট যুগ' ৷ 2021 টি-20 বিশ্বকাপের আগেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দায়িত্ব ছেড়েছিলেন ৷ গত ডিসেম্বরে ওয়ান ডে ফরম্যাটে নেতৃ্ত্বের ব্যাটন কোহলির হাত থেকে নিয়ে তুলে নির্বাচকরা রোহিত শর্মার হাতে তুলে দেন ৷ তারপরেই গত 15 জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিরাট (Virat Kohli steps down as India Test captain today) ৷ তারপর থেকেই উত্তাল ভারতীয় ক্রিকেট ৷ সেই আগুনেই এবার ঘি ঢাললেন পাক কিংবদন্তি শোয়েব আখতার ৷
এই মুহূর্তে লেজেন্ডস ক্রিকেট লিগ খেলতে ওমানে রয়েছেন পাক পেসার ৷ সেখান থেকেই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘বিরাটকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে (Kohli was forced to leave captaincy) ৷ কোহলির জন্য এটা খুব কঠিন সময়, ওকে প্রমাণ করতে হবে ও কী দিয়ে তৈরি ৷ বিরাট জানে ওকে কী করতে হবে, এর মধ্যেই অনেক কিছু ঝুলিতে পুরে ফেলেছে ৷ এবার শুধু মাঠে নেমে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে হবে ৷’’ যদিও, সৌরভেও ভরসা রেখেছেন শোয়েব ৷ জানিয়েছেন, ‘‘সৌরভ আমার খুব ভাল বন্ধু ৷ ওর নেতৃত্বে বিসিসিআই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সঠিক সিদ্ধান্তই নেবে ৷’’