দুবাই, 23 জানুয়ারি: সোমবার টি-20 আন্তর্জাতিকের 2022 সালের বার্ষিক দল ঘোষণা করল আইসিসি ৷ যে দলে জায়গা করে নিলেন বিরাট কোহলি (Virat Kohli), সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া ৷ সেই দলের অধিনায়ক এবং উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে ৷ পাকিস্তানের মহম্মদ রিজওয়ান জায়গা করে নিয়েছেন দ্বিতীয় ওপেনার হিসেবে ৷ জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা এই দলে জায়গা করে নিয়েছেন ৷
আইসিসি-র তরফে এদিন একটি টুইট করা হয় ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘দুর্ধর্ষ 11 জন খেলোয়াড়কে নিয়ে আইসিসি-র বার্ষিক দল বাছাই করা হয়েছে ৷ যাঁরা পারফরম্যান্সের নিরিখে সবদিক থেকে সেরা ৷ তা সে ব্যাটে, বলে বা অলরাউন্ড পারফরম্যান্সের নিরিখে একটি ক্যালেন্ডার ইয়ারে দুর্ধর্ষ খেলেছেন, তাঁদের এই দলে রাখা হয়েছে ৷ দেখে নেওয়া যাক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে সেই 11 জন ক্রিকেটারের গত বছরের পারফরম্যান্স ৷
বিরাট কোহলি
এছাড়াও রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ 2022-এর শেষদিকে বিরাট ফের একবার নিজের ব্যাটিং ক্লাস দেখিয়েছেন ৷ এশিয়া কাপ টি-20’তে আন্তর্জাতিক টি-20’র প্রথম সেঞ্চুরি করেন বিরাট ৷ তিন বছরের সেঞ্চুরির খরা কেটেছিল এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৷ এর পর অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপে 276 রান করেন ৷ যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ৷ আর বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে 82 রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস বিরাটের কেরিয়ারের অন্যতম সেরাগুলির একটি ৷
সূর্যকুমার যাদব