কেপটাউন, 15 জানুয়ারি : দীর্ঘতম ওভারের ফরম্যাটেও নেতৃত্ব ছাড়লেন বিরাট কোহলি ৷ শনিবার সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিরাট ৷ টি-20 বিশ্বকাপের ঠিক আগে কুড়ি বিশের ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন বিরাট (Kohli had also quit T20I captaincy and removed as ODI captain last year)৷ এরপর ওয়ানডে-র অধিনায়কত্ব থেকে তাঁকে সরানো নিয়ে প্রচুর জলঘোলা হয় ৷ এই বিষয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাটের দাবির মধ্যে বিস্তর ফারাক ছিল ৷ রীতিমতো বোমা ফাটিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যান বিরাট কোহলি ৷ গতকালই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ 1-2 ব্যবধানে হেরেছে ভারত ৷ তার 24 ঘণ্টার মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেললেন কোহলি ৷ সরে দাঁড়ালেন টেস্ট ক্যাপ্টেন্সি থেকে ৷
টুইটারে দীর্ঘ পোস্টে বিরাট লিখেছেন, "গত সাত বছর ধরে কঠোর পরিশ্রম, অসীম ধৈর্যের সঙ্গে দলকে একটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি ৷ এই কাজে সম্পূর্ণ সততা ছিল এবং কিছুই বাদ রাখিনি ৷ তবে একটা পর্যায়ে এসে সবকিছুই এসে থমকে যায় ৷ টেস্ট অধিনায়ক হিসেবে এটাই সেই থেমে যাওয়ার সময় ৷ এই গোটা যাত্রাপথে অনেক চড়াই উতরাই ছিল ৷ তবে বিশ্বাস বা চেষ্টার কোনও খামতি কোনওদিনই ছিল না ৷ সবসময় নিজের 120 শতাংশ দেওয়ার চেষ্টা করেছি ৷ সেটা না-পারলে সেই কাজটা করা ঠিক নয় বলেই মনে করি ৷ এই বিষয়ে নিজের কাছে আমি ভীষণ পরিষ্কার ৷ দলের প্রতি অসৎ হতে পারব না ৷"