কলকাতা, 5 নভেম্বর:“নিঃসন্দেহে বিরাট জয় । কঠিন ম্যাচ ছিল। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেললাম আমরা । ভালো খেলার মোটিভেশন অবশ্যই ছিল । আমার জন্মদিনে দর্শকদের এই উন্মাদনা পুরো দিনটিকে বিশেষ করে তুলেছিল । আমার কাছে টিম ম্যানেজমেন্টের নির্দেশ ছিল বেশি সময় উইকেটে টিকে থাকার । বল যত পুরনো হয়েছে ততই পরিস্থিতির বদল হয়েছে । ওপেনাররা ইনিংসের গতি ঠিক করে দিয়েছিল । আমার কাজ ছিল তা বজায় রাখা । 315 রান ওঠার পরেই বুঝতে পেরেছিলাম আরও বেশি রান তোলা সম্ভব। আমি আমার ক্রিকেট দারুন উপভোগ করছি ৷” রবিবারে বিশ্বকাপের ম্যাচে ইডেন গার্ডেন্সে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারানোর পর এমনই মন্তব্য করলেন বিরাট কোহলি ৷
এদিন ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাঁড়িয়ে নিজের ইনিংস এবং দলের জয় নিয়ে প্রতিক্রিয়া দেন বিরাট। 243 রানের ব্যবধানে জয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ জয়ের এই বিশেষ দিনে বিশেষ প্রাপ্তি একদিনের আন্তর্জাতিক ম্যাচে বিরাট কোহলির 49 তম সেঞ্চুরি । ইডেনেই নিজের ওয়ান ডে কেরিয়ারের প্রথম শতরান পেয়েছিলেন বিরাট ৷ এদিন তাঁর জন্মদিন ৷ আর এদিনই সেই ইডেনেই 49 তম সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করলেন তিনি ৷