হায়দরাবাদ, 5 অক্টোবর: বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে বিরাট কোহলির নাম শুরুতেই ৷ দেশ, পরিবেশ, প্রতিপক্ষ যাই হোক না কেন, ধারাবাহিকভাবে ব্যাট হাতে পারফর্ম করে চলেছেন বিরাট কোহলি। গোটা বিশ্বজুড়ে তাঁর ভক্তসংখ্যার কমতি নেই। পৃথিবীর যে প্রান্তেই হোক না-কেন, সেখানে কোহলির ভক্ত না-থাকাটা অস্বাভাবিক। কোহলির প্রতি তাঁর ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে এবার ভক্তের প্রতি কোহলির ব্যবহার নজর কাড়ল। এক বিশেষভাবে সক্ষম অনুরাগীর সঙ্গে সেলফি তুললেন কোহলি ৷ সেইসঙ্গে ওই ভক্ত 'গুরুদেব'কে হাতে আঁকা 'বিরাট' প্রতিকৃতি তুলে দিলেন ৷
19 বছর বয়সি শ্রীনিবাস, যিনি চেন্নাইয়ের ভেলাচেরি থেকে এসেছেন, তিনি বিরাট কোহলির বড় অনুরাগী। শ্রীনিবাস বিশেষভাবে সক্ষম। বৃহস্পতিবার চিপক স্টেডিয়ামে বিরাট কোহলির হাতে আঁকা একটি ছবি নিয়ে শ্রীনিবাস তাঁর গুরুদেবের সঙ্গে দেখা করেন ৷ শ্রীনিবাস ইটিভি ভারতকে বলেন, "আমি 12 বছর বয়স থেকে ক্রিকেট দেখে আসছি, ক্রিকেটে আমার বিশেষ আগ্রহ আছে এবং আমি বিরাট কোহলিকে দেখার জন্য দু'বছর ধরে অপেক্ষা করছিলাম এবং অবশেষে আজ আমার স্বপ্ন সত্যি হল। আমি বিরাট কোহলিকে দেখতে এসেছি। আমি কর্ণাটকের বেঙ্গালুরুতে এর আগে চেষ্টা করেছিলাম, তবে সুযোগ হয়নি ৷ কিন্তু আজ অপ্রত্যাশিতভাবে, আমার দেখা হয়ে গেল বিরাট কোহলির সঙ্গে ৷"