মুম্বই, 22 মার্চ : ঠিক যেন রাজপ্রবেশ ৷ রাজ্যপাট থেকে অব্যাহতি নিয়েছিলেন গত মরশুমের শেষেই ৷ কিন্তু ন'বছর ধরে সামলানো সাম্রাজ্য হাতের তালুর মত তাঁর চেয়ে ভাল আর কেই বা চেনে ৷ তাই নয়া অধিনায়ক হিসেবে যতই ফ্যাফ ডু প্লেসির নাম ঘোষণা করা হোক না কেন, আরসিবি'র অঘোষিত নেতা সেই বিরাট কোহলিই ৷ অনুরাগীদের প্রতীক্ষা দীর্ঘায়িত না-করে সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্সের ডেরায় ঢুকে পড়লেন ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন অধিনায়ক (Virat Kohli joins RCB squad ahead of IPL 2022) ৷
টুর্নামেন্টের দ্বিতীয় দিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচ আরসিবি'র ৷ অর্থাৎ, ছ'দিন আগে শিবিরে যোগ দিলেন মধ্যমণি বিরাট ৷ কোহলির শিবিরে যোগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি লেখে, "কিং কোহলি চলে এসেছেন ! এটুকুই বলার ছিল ৷ এটাই খবর ৷"
আইপিএলের শুরু থেকে আরসিবি'র সঙ্গে জুড়ে থাকা কোহলির ফ্র্যাঞ্চাইজির প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ কারও নেই ৷ কিন্তু ট্রফির প্রশ্ন উঠলেই বারবার কথা শুনতে হয় 'রানমেশিন'কে ৷ 2013-21 ন'বছর দলের ব্যাটন সামলেও ক্যাবিনেটে ট্রফি এনে দিতে পারেননি বিরাট ৷ গত মরশুমে তাঁর অধিনায়কত্বে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছলেও খালি হাতেই ফিরতে হয়েছিল কোহলির দলকে ৷
আরও পড়ুন : রংয়ের উৎসবে মাতলেন রাহানেরা, দোল পূর্ণিমায় নয়া জার্সি আত্মপ্রকাশ নাইটদের
2021 টুর্নামেন্ট চলাকালীনই পরের মরশুমে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন 'দিল্লি বয়' (Kohli stepped down from captaincy last year) ৷ 2022 মেগা নিলামের আগে গ্লেন ম্যাক্সওয়েল এবং মহম্মদ সিরাজের সঙ্গে বিরাটকে ধরে রেখেছিল আরসিবি ৷ এখন দেখার আসন্ন মরশুমে অধিনায়কত্বের গুরুদায়িত্ব ঝেড়ে ফেলে দলকে সেরার তাজ এনে দিতে পারেন কি না সর্বাধিক আইপিএল রানের মালিক ৷