পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে কোহলিই হবে ভারতের চালিকাশক্তি, দাবি কালিসের

Jaques Kallis on Indian Team: রেনবো নেশনে টেস্ট জিততে ভারতের চাবিকাঠি বিরাট কোহলি ৷ আগেও তিনি দক্ষিণ আফ্রিকার মাটিতে সাফল্য পেয়েছেন ৷ তিনি জানেন কীভাবে লাফানো বল সামাল দিতে হয় ৷ ঠিক এমনটাই দাবি করলেন প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক কালিস ৷

Virat Kohli is massive player he can pass knowledge with youngsters says Jaques Kallis
দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে ভারতের কি প্লেয়ার বিরাট দাবি করলেন কালিস

By PTI

Published : Dec 11, 2023, 8:53 PM IST

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: 'রেনবো নেশন'-এ সিরিজ জয়ের লক্ষ্য ভারতীয় দলের বহুদিনের ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, প্রায় 31 বছর দক্ষিণ আফ্রিকায় কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল ৷ এবার সেই লক্ষ্যে আবারও মাঠে নামতে চলেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া ৷ মহারণের শুরু 26 ডিসেম্বর ৷ দুই ম্যাচের এই সিরিজে ভারতের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ হতে চলেছেন বিরাট কোহলি ৷ এমনটাই দাবি করলেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক জ্যাক কালিস ৷

দক্ষিণ আফ্রিকার পরিবেশ সম্পর্কে কোহলির ভালো অভিজ্ঞতা রয়েছে ৷ তাই তিনি তরুণ খেলোয়াড়দের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবেন ৷ শুধু তাই নয়, বাউন্সি পিচে কীভাবে বল সামলাতে হবে তাও তিনি ভালোই জানেন ৷ ক্যালিস বলেন, "আমি নিশ্চিত দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিততে ও মরিয়া ৷ কোহলি দুরন্ত ফর্মে রয়েছেন ৷ ভারতকে যদি প্রোটিয়াদের মাটিতে জিততে হয় তা হলে তাকে ভালো খেলতেই হবে ৷"

গতবার বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়ানশিপের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, বিরাট 30টি ইনিংস খেলে 932 রান করছিলেন ৷ তাই এবার চ্যাম্পিয়নশিপের মরশুমটাও দুরন্তভাবেই শুরু করতে চাইবেন তিনি ৷ গত ওয়ান ডে বিশ্বকাপে তিনি করেছেন 765 রান ৷ ভেঙে দিয়েছেন সমস্ত রেকর্ড ৷ সেই কথা মাথায় রেখে কালিস বলেন, "কোহলি একজন বিরাট মানের খেলোয়াড় ৷ ও এখানে অনেক ম্যাচ খেলেছে আর সাফল্যও পেয়েছে ৷ ওর অভিজ্ঞতা অন্য়দের সঙ্গে ভাগ করে নিতে পারবে বিরাট ৷ বিশেষত, দলের তরুণ খেলোয়াড়দের সঙ্গে ৷ এই ধরনের পরিস্থিতি কীভাবে সামলাতে হবে তাও বুঝিয়ে দিতে পারবে ৷"

যদিও এদিনও তিনি পরিষ্কার জানিয়েছেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা অত্যন্ত কঠিন দল ৷ তাদের হারানো বেশ শক্ত ৷ গত ওয়ার্ল্ড টেস্ট চ্য়াম্পিয়ানশিপেও রেনবো নেশনে 2-1 ফলাফলে সিরিজ হেরে গিয়েছিলেন বিরাটরা ৷ কালিস বলেন, "ভারত যথেষ্ট ভালো দল তবে একথা ঠিক যে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারানো অত্যন্ত কঠিন কাজ ৷ সেঞ্চুরিয়ানের মাটিতে দক্ষিণ আফ্রিকার সুবিধা হতে চলেছে ৷ তবে নিউজিল্যান্ডে ভারত কিছুটা সাহায্য পেতে পারে ৷ সবমিলিয়ে এটা একটা দারুণ সিরিজ হতে চলেছে ৷ একটা দু'টো সেশনের ওপরেই পুরো ম্যাচ নির্ভর করবে ৷ যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতে নেবে ৷"

আরও পড়ুন:

  1. জয় হাতছাড়া হরমনপ্রীতদের! ইংল্যান্ডের কাছে 4 উইকেটে হার, সিরিজ দখল ব্রিটিশদের
  2. কেমন হবে রোহিতদের আগামীর রোডম্যাপ ? এনসিএ ও নির্বাচকদের নিয়ে তৈরি নতুন খসড়া
  3. দু'বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন নাইট তারকার

ABOUT THE AUTHOR

...view details