পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বলে বস্ত্রকর-রানা, ব্যাটে স্মৃতির দাপটে অজিদের বিরুদ্ধে চালকের আসনে ভারত - ইন্ডিয়া

ম্যাকগ্রার ব্যাটে (56 বলে 50) ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছিল অস্ট্রেলিয়া । যদিও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ান বস্ত্রকর, বর্মারা । দু'শো পেরনোর পরেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 10:29 PM IST

ওয়াংখেড়ে, 21 ডিসেম্বর:অজিদের বিরুদ্ধে প্রথম দিনেই পেসার পূজা বস্ত্রকর এবং অফ-স্পিনার স্নেহ রানা পিচকে কাজে লাগানোর জন্য পর্যাপ্ত নৈপুণ্য দেখিয়েছেন । বাউন্সকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে 219 রানে গুটিয়ে দিয়েছে ভারতের মেয়েরা । বৃহস্পতিবার পালটা ব্যাট করতে নেমে দাপট দেখান ওপেনার স্মৃতি মান্ধানা (49 বলে অপরাজিত 43) এবং শেফালি বর্মা (59 বলে 40) । প্রথম দিনের শেষে ভারতের স্কোর 1 উইকেটে 98 রান করেছিল ।

প্রথমে বল করতে নেমে বস্ত্রকর (4/53) এর মাধ্যমে ভারতের যাত্রা শুরু হয়েছিল । তারপরে স্নেহ রানা (3/56) এবং দীপ্তি শর্মার (2/45) দাপটে তাহলিয়া ম্যাকগ্রার অর্ধশতক সত্ত্বেও 77.4 ওভারে গুটিয়ে যায় অজিরা । অস্ট্রেলিয়া এদিন প্রথম ওভারেই ওপেনার ফোবি লিচফিল্ডের উইকেট হারায় । দ্বিতীয় ওভারে ফেরেন এলিস পেরি (4) । কিন্তু ম্যাকগ্রার ব্যাটে (56 বলে 50) ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছিল অস্ট্রেলিয়া । যদিও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ান বস্ত্রকর, বর্মারা । দু'শো পেরনোর পরেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস ।

অন্যদিকে দীর্ঘ 18 বছর পর ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে টেস্ট অভিষেক হল কোনও বাঙালির ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলের প্রথম এগারোয় জায়গা পাওয়ায় অভিষেক হয়েছে শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের । এর আগে ইংল্যান্ডের সঙ্গে ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন রুমেলি ধর ৷ 2005 সালের 21 নভেম্বর তাঁর টেস্ট অভিষেক হয় । ঠিক 18 বছর পর 2023 সালের 21 ডিসেম্বর মহিলাদের টেস্ট ক্রিকেট ফরম্যাটে এবার অভিষেক হল রিচা ঘোষের ।

ABOUT THE AUTHOR

...view details