নয়াদিল্লি, 6 অগস্ট : ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অ্যাকাউন্ট থেকে ‘ব্লু টিক’ (Blue Tick) সরিয়ে নিল টুইটার কর্তৃপক্ষ ৷ শুক্রবার দুপুর নাগাদ ছড়িয়ে পড়ে এই খবর ৷ ধোনির অ্যাকাউন্টে গিয়েও দেখা যায় যে বিষয়টি সত্যি ৷ কিন্তু কয়েক ঘণ্টা পর আবার ওই অ্যাকাউন্টে ব্লু টিক ফিরিয়ে দেয় মার্কিন মাইক্রো ব্লগিং সাইট টুইটার ৷
প্রসঙ্গত, ব্লু টিক বা ব্লু ভেরিফায়েড ব্যাজ (Blue Verified Badge) থাকা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ৷ কারণ, এটার মাধ্যমেই নির্ধারিত হয় যে কোন অ্যাকাউন্টটি সঠিক, কোন অ্যাকাউন্টটি জাল নয় ৷ বিখ্যাত কারও নামে তৈরি করা টুইটার বা ফেসবুক অ্যাকাউন্টে ব্লু টিক দেখেই নেটিজেনরা বুঝে যান অ্যাকাউন্টটি আদতে ভুয়ো নয় ৷
আরও পড়ুন :India vs England : দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ ভারতের, রোহিতের উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে ভারত 97/1
মহেন্দ্র সিং ধোনির নামে আরও একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে টুইটারে ৷ কিন্তু সেগুলি ভেরিফায়েড ছিল না ৷ তাই ধোনির আসল টুইটার (Twitter) অ্যাকাউন্ট চিনতে সুবিধা হত অনুরাগীদের ৷ ফলে কোনটি ধোনির আসল টুইটার অ্যাকাউন্ট, তা চিনতে অনুরাগীদের সমস্যা হচ্ছিল শুক্রবার দুপুর থেকে ৷