মুম্বই, 14 নভেম্বর: চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। লিগ পর্বের 9টি ম্যাচের মধ্যে সবক'টিতেই জিতেছে শেষ চারে পা রেখেছে 'মেন ইন ব্লু'। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে রোহিতব্রিগেড। সেই ম্যাচে নামার আগে নিয়ম মেনে মঙ্গলে সাংবাদিকদের মুখোমুখি হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারত অধিনায়ক গত বিশ্বকাপের ফলাফল নিয়ে একেবারেই ভাবতে নারাজ। হিটম্যানের লক্ষ্য, 'আজ ও আগামী' ৷ তাঁর কথায়, "অতীত নয়, আজ ও আগামীতে কী করব তা নিয়ে বেশি ভাবি আমি।"
তিনি এদিন বলেন, "কখনও কখনও অতীত নিয়ে ভাবনাটা এসেই যায়। কিন্তু আগে যা হয়েছিল সেটা একেবারেই অতীত। আজ কিংবা আগামিদিনে কী করব সেটা নিয়েই আমি বেশি ভাবি । দশবছর আগে কী হয়েছিল, পাঁচবছর আগে কী হয়েছিল কিংবা শেষ বিশ্বকাপে কী হয়েছিল; আমি মনে করি না এটা নিয়ে বেশি ভাবার দরকার আছে ৷" সবমিলিয়ে হিটম্যান বিশ্বকাপের সেমিতে এসে শুধু সামনে তাকাতে চাইছেন।
এরপরই রোহিত যোগ করেছেন, "আপনারা কি পারবেন 1983 বা 2011 সালের স্মৃতি ফিরিয়ে আনতে? দেখুন 1983 সালের বিশ্বকাপ জয়ের সময় এই দলের কেউ জন্মায়নি। 2011 বিশ্বকাপের সময় দলের প্রায় অর্ধেক জন ক্রিকেট খেলত না। তাই কবে, কীভাবে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেটা ভেবে এখন কী লাভ? আমরা কীভাবে চ্যাম্পিয়ন হতে পারি, সেটা নিয়ে ভাবছি। এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।"
এবারে ভারতীয় দলের সাফল্যের পিছনে অন্যতম প্রধান কারণ হল দলগত পারফরম্যান্স। সেই প্রসঙ্গেও অবশেষে মুখ খুলেছেন ভারতীয় দলের অধিনায়ক। তিনি বলেন, "আমরা যা করছি সম্মিলিতভাবে। আমরা সবাই একসঙ্গে চেষ্টা করছি। এক বা দু'জন ভালো খেললে হয় না। আমাদের সাপোর্ট স্টাফেরাও নিজেদের সেরাটা দিচ্ছে। সবার মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে।" আর সেখানেই রোহিত শর্মার মুখ থেকে প্রকাশ্যে এসেছে টিম দলগত সেশনের জন্য এক বড় ঘটনা। ধরমশালায় বিশ্বকাপের ম্যাচের ফাঁকে নিজেদের মধ্যে একটি 'ফ্যাশন শো'য়ে অংশগ্রহণ করেছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। আর সেই কথা শোনার পর এদিন সাংবাদিক সম্মেলনে উচ্ছ্বসিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
রোহিতের কথায়, "ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার পর গোপনে আমদের একটা ফ্যাশন-শো হয়েছিল। যার কথা কেউ জানে না। আমাদের দলের পরিবেশ এবং বোঝাপড়াটা এখন এমনই।" এরপরই ভারত অধিনায়ক প্রতিশ্রুতি দিয়ে জানান, সেমিফাইনালে তাঁরা ভয়ডরহীন ক্রিকেট উপহার দেবেন ৷ তবে একইসঙ্গে একটু ভাগ্যের সাহায্য দরকার বলেও মন্তব্য করেন রোহিত। বলেন, "সেমিফাইনালের মতো ম্যাচে একটু ভাগ্যের সাহায্য দরকার। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করব। আশা করি ভাগ্য সাহসীদের সঙ্গ দেবে।"
আরও পড়ুন:
- 'নকআউটে যা খুশি হতে পারে', রোহিতদের প্রশংসা করেও সেমির আগে 'মাইন্ড গেমে' কিউয়ি দলনায়ক
- পিচ পরীক্ষা করে দেখলেন কামিন্সরা, প্র্যাকটিস শেষে হাসপাতালে ম্যাক্সওয়েল!
- বুধে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে, জানিয়ে দিল আইসিসি