নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও ভারতের টেস্ট দলে জায়গা পাচ্ছেন কেএল রাহুল ৷ আর সেটাই ভারতীয় ক্রিকেটে এখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ বেঙ্গালুরুর এই ক্রিকেটার এতগুলি ব্যর্থতা সত্ত্বেও যেভাবে দলে টিকে রয়েছেন, এমনটা খুব বেশি কারও সঙ্গে হয়নি ৷ আর এমন অটুট সমর্থন ভারতীয় ক্রিকেটের হুজ হু-দের থেকে খুব হাতেগোনা কয়েকজনই পেয়েছেন অতীতে (Think Tank Using Twin Tons in Defence of KL Rahul) ৷ তবে, সেটা ক্রিকেট মাঠে দীর্ঘদিন ধরে আকর্ষণীয় মুহূর্ত তৈরি করার পর ৷
ফলে প্রশ্ন উঠছে, কে এল রাহুলকে কেন দলে টিকিয়ে রাখা হচ্ছে ? প্রতিভা নাকি, পক্ষপাত ? ম্যাচ উইনার নাকি, দায়বদ্ধতা ? এক্ষেত্রে নানান মতের জন্ম হচ্ছে ৷ কিন্তু, যাঁকে নিয়ে এত প্রশ্ন, সে নাকি দলের জন্য মূল্যবান ! এক্ষেত্রে একটি ঘটনার কথা উল্লেখ্য করতে হয় ৷ ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ভিডিয়োর এক ফ্রেমে ব্যক্তিগতভাবে খুব একটা দেখা যাবে না ৷ কিন্তু, 2022 সালে দুবাইয়ে বিরাটের প্রথম আন্তর্জাতিক টি-20 সেঞ্চুরির পর, অধিনায়ক রোহিত ভারতের প্রাক্তন অধিনায়কের একটি ভিডিয়ো করেছিলেন ৷
সেখানে বিরাটকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কীভাবে ড্রেসিংরুমের তরুণ প্রতিভাদের সাহায্য করেন ? কিন্তু, প্রশ্ন থেকে 180 ডিগ্রি ঘুরে তাঁর জবাবে উঠে এসেছিল কেএল রাহুলের নাম ৷ সেখানে বিরাট বলেছিলেন, ‘‘কেএল-এর ইনিংস এড়িয়ে গেলে চলবে না ৷ আমরা জানি কেএল-কে ভালো গেড স্পেসে রাখা কতটা গুরুত্বপূর্ণ ৷ বিশেষ করে বিশ্বকাপের আগে ৷ আমরা জানি এই ফরম্যাটে (টি-20) ও কি করতে পারে ৷ ওর শটগুলো অনেক ক্লিন এবং ও যখন পারফর্ম করে তখন আমাদের দল আরও শক্তিশালী হয়ে ওঠে ৷’’