বার্বাডোজ, 5 জুলাই: ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম অনুশীলনের দিনই স্যার গারফিল্ড সোবার্সের সঙ্গে দেখা করল ভারতীয় দল ৷ পুরো দলের সঙ্গে এই ক্যারিবিয়ান গ্রেটের পরিচয় করিয়ে দেন প্রশিক্ষক রাহুল দ্রাবিড় ৷ আজ সকালে বিসিসিআই-এর তরফে ভারতীয় দলের সেই সাক্ষাতের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "বার্বাডোজে মহত্বের সঙ্গ !" বিরাট এবং রোহিতদের সঙ্গে আগে সাক্ষাৎ হলেও এদিন শুভমন গিলের সঙ্গে প্রথমবার দেখা করলেন স্যর গ্যারি সোবার্স ৷
বার্বাডোজে পৌঁছে দু’দিনের কন্ডিশনিং ক্যাম্পের পর স্থানীয় সময় মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করে ভারতীয় দল ৷ অনুশীলনে সস্ত্রীক উপস্থিত হলেন, প্রাক্তন ক্যারিবিয়ান কিংবদন্তী ব্যাটার স্যার গারফিল্ড সোবার্স ৷ সেই খবর পেয়ে কিংবদন্তীর সঙ্গে দেখা করতে ছুটে এলেন কোচ রাহুল দ্রাবিড় ৷ সঙ্গে পুরো দলকেও নিয়ে এলেন ৷ গ্যারি সোবার্স নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নের সামনে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পরিচয় সারলেন ৷ পরিচয় করিয়ে দিলেন স্ত্রীর সঙ্গেও ৷
বিসিসিআই সেই সাক্ষাতের একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ সেখানে ক্যাপশন দেওয়া, "বার্বাডোজে মহত্বের সঙ্গ ! ভারতীয় দল ক্রিকেটের অন্যতম সেরা স্যার গারফিল্ড সোবার্সের সঙ্গে দেখা করল ৷" ভিডিয়ো-র শুরুতে দেখা যায় কোচ রাহুল দ্রাবিড় একে একে সকল ক্রিকেটারদের সঙ্গে সোবার্সের পরিচয় করিয়ে দিচ্ছেন ৷ শুরুতেই অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যায় তাঁর সঙ্গে আলাপচারিতা সারছেন ৷ এরপর সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে আসেন ৷ তার পরেই বিরাট কোহলির সঙ্গে আলাপচারিতা সারেন স্যর ৷ দুই মহারথীর সাক্ষাতে হাসির রোল ওঠে বার্বাডোজের সাইডলাইনে ৷