কেপটাউন, 3 জানুয়ারি: কেপটাউনে দাপট ভারতীয় পেস বোলিংয়ের ৷ প্রথম 10 ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফিরল দক্ষিণ আফ্রিকার টপ-অর্ডারের চার ব্যাটার ৷ বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে মাত্র 4 রান করলেন অধিনায়ক ডিন এলগার ৷ এ দিন ভারতকে প্রথম দু’টি উইকেট পাইয়ে দেন মহম্মদ সিরাজ ৷ এডেন মার্করাম (2) , ডিন এলগার এবং টনি ডি জর্জিকে (2) প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি ৷ মাত্র 15 রানে চার প্রোটিয়া ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান ভারতীয় পেসাররা ৷ অন্যদিকে, টেস্ট অভিষেক করা ট্রিস্টান স্ট্যাবসকে ফেরালেন বুমরা ৷ এ দিন কেপটাউন টেস্টে দলে সুযোগ পেয়েছেন মুকেশ কুমার ৷
বিদায়ী টেস্টে স্ট্যান্ডবাই অধিনায়ক হিসেবে যেমনটা ভেবেছিলেন, তেমনটা হল না ডিন এলগারের জন্য ৷ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত প্রোটিয়াদের বিপক্ষেই গেল ৷ মহম্মদ সিরাজ নামে এক্সপ্রেসের সামনে নিমেষে ধসে গেল দক্ষিণ আফ্রিকার টপ-অর্ডার ৷ যার ফল, প্রথম 10 ওভারে দক্ষিণ আফ্রিকা মাত্র 15 রানে 4 উইকেট হারাল ৷ সিরাজের খাতায় টপ-অর্ডারের তিন ব্যাটারের উইকেট ৷ যেখানে ডিন এলগারের উইকেট এল বিরাট-রোহিত যুগলবন্দিতে ৷ সিরাজের বলে বোল্ড হলেও, বিরাটের পরামর্শে ফরওয়ার্ড শর্ট-লেগে ফিল্ডার রেখেছিলেন রোহিত ৷ রেখেছিলেন বলাও ভুল, নিজে হেলমেট ও শিনগার্ড পরে দাঁড়িয়ে পড়েছিলেন ভারত অধিনায়ক ৷