পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইতিহাসে সিরাজ, হাফডজন শিকারে প্রোটিয়াদের লজ্জা বাড়ালেন তারকা পেসার - Cap Town Test

Team India Get Early Break Through in Cap Town Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে সুযোগ পেলেন মুকেশ কুমার ৷ শার্দূল ঠাকুরের জায়গায় খেলছেন তিনি ৷ রবিচন্দ্রন অশ্বিনের বদলে দলে ফিরলেন রবীন্দ্র জাদেজা ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 2:46 PM IST

Updated : Jan 3, 2024, 3:14 PM IST

কেপটাউন, 3 জানুয়ারি: কেপটাউনে দাপট ভারতীয় পেস বোলিংয়ের ৷ প্রথম 10 ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফিরল দক্ষিণ আফ্রিকার টপ-অর্ডারের চার ব্যাটার ৷ বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে মাত্র 4 রান করলেন অধিনায়ক ডিন এলগার ৷ এ দিন ভারতকে প্রথম দু’টি উইকেট পাইয়ে দেন মহম্মদ সিরাজ ৷ এডেন মার্করাম (2) , ডিন এলগার এবং টনি ডি জর্জিকে (2) প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি ৷ মাত্র 15 রানে চার প্রোটিয়া ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান ভারতীয় পেসাররা ৷ অন্যদিকে, টেস্ট অভিষেক করা ট্রিস্টান স্ট্যাবসকে ফেরালেন বুমরা ৷ এ দিন কেপটাউন টেস্টে দলে সুযোগ পেয়েছেন মুকেশ কুমার ৷

বিদায়ী টেস্টে স্ট্যান্ডবাই অধিনায়ক হিসেবে যেমনটা ভেবেছিলেন, তেমনটা হল না ডিন এলগারের জন্য ৷ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত প্রোটিয়াদের বিপক্ষেই গেল ৷ মহম্মদ সিরাজ নামে এক্সপ্রেসের সামনে নিমেষে ধসে গেল দক্ষিণ আফ্রিকার টপ-অর্ডার ৷ যার ফল, প্রথম 10 ওভারে দক্ষিণ আফ্রিকা মাত্র 15 রানে 4 উইকেট হারাল ৷ সিরাজের খাতায় টপ-অর্ডারের তিন ব্যাটারের উইকেট ৷ যেখানে ডিন এলগারের উইকেট এল বিরাট-রোহিত যুগলবন্দিতে ৷ সিরাজের বলে বোল্ড হলেও, বিরাটের পরামর্শে ফরওয়ার্ড শর্ট-লেগে ফিল্ডার রেখেছিলেন রোহিত ৷ রেখেছিলেন বলাও ভুল, নিজে হেলমেট ও শিনগার্ড পরে দাঁড়িয়ে পড়েছিলেন ভারত অধিনায়ক ৷

সঙ্গে শুরু হয়, বুমরা এবং সিরাজের শর্ট বল ৷ তার মধ্যে একটা ক্যাচ প্রায় হয়ে গিয়েছিল ৷ সেখানে আউট না হলেও, চাপের মুখে অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ব্যাটের কানা গেলে প্লেড-অন হন এলগার ৷ এই মুহূর্তে ভারতীয় পেস বোলিংয়ের সামনে টিকে থাকার লড়াই চালাচ্ছেন ডেভিড বেডিংহ্যাম এবং স্টাম্পার-ব্যাটার কেইল ভেরেনি ৷

এ দিন ভারতীয় দলে দু’টি বদল করা হয়েছে ৷ সেঞ্চুরিয়নে ব্যাটে ও বলে চূড়ান্ত ব্যর্থ শার্দূল ঠাকুরকে এ ম্যাচে বসানো হয়েছে ৷ তাঁর জায়গায় মুকেশ কুমারকে সুযোগ দিয়েছে দল ৷ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট অভিষেকে মুকেশ প্রভাবিত করেছিলেন টিম ম্যানেজমেন্টকে ৷ তার পরে অবশ্য সেভাবে টেস্ট ক্রিকেট ভারত আর খেলেনি ৷ আজ কেপটাউনে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ পেয়েছেন বাংলা দলের হয়ে খেলা মুকেশ ৷ অন্যদিকে, পিঠের চোট সারিয়ে প্রথম একাদশে ফিরেছেন রবীন্দ্র জাদেজা ৷ বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷

আরও পড়ুন:

  1. '50 ওভারের ক্রিকেটে ব্যাটিং সম্পর্কে কোনও ধারণা নেই সূর্যের', মত নাসেরের
  2. বিদায়ী টেস্টে মাঠে নামার আগেই চুরি গেল ব্যাগি গ্রিন, হতাশ ওয়ার্নার
  3. কেপটাউনে প্রোটিয়াদের সামনে লিটমাস 'টেস্ট' ভারতের
Last Updated : Jan 3, 2024, 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details