মুম্বই, 30 অক্টোবর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শেষের দিকে যত এগোচ্ছে, টুর্নামেন্ট জয়ের দাবিদার হয়ে উঠছে ভারত ৷ রবিবার লখনউয়ে অটলবিহারী বাজপেয়ী এনাকা স্টেডিয়ামে ইংল্যান্ডকে 100 রানে হারানোর পর, সেই দাবি আরও জোরাল হয়েছে ৷ ভারতের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ৷ তাও আবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ আজ থেকে 12 বছর আগে স্টেডিয়ামেই ভারত বিশ্বজয়ীর খেতাব অর্জন করেছিল ৷ প্রতিপক্ষ ছিল এই শ্রীলঙ্কা ৷ আজ দুপুরে ভারতীয় দল সেই ম্যাচের আগে মুম্বই পৌঁছে গেল ৷
2011 সালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর আজকের শ্রীলঙ্কা দলের মধ্যে আকাশপাতাল তফাত রয়েছে ৷ সেদিনের শ্রীলঙ্কা যে কোনও বিশ্বমানের দলকে হারানোর ক্ষমতা রাখত ৷ তবে, বর্তমানে শ্রীলঙ্কা দল নিয়ে সেই বাজি কেউ রাখতে পারবে না ৷ তা সত্ত্বেও এটা বিশ্বকাপ ৷ যে বিশ্বকাপে ইতিমধ্যে পাঁচটি আপসেট হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে ভারত কোনও মতে হালকাভাবে নিচ্ছে না কোনও দলকেই ৷ বিশেষত, শ্রীলঙ্কা ম্যাচ ৷ কারণ, এই ম্যাচ জিততে পারলে প্রথম দল হিসেবে বিশ্বকাপ সেমিফাইনালে প্রবেশ করবে রোহিত শর্মারা ৷
আর এর পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে ৷ কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে তাই, কোনও ঝুঁকি নিতে নারাজ ভারতীয় দল ৷ লখনউয়ে মাত্র 229 রান ডিফেন্ড করে জিতেছে ভারত ৷ শুধু ডিফেন্ড নয়, বোলাররা ইংল্যান্ডের হেভি-ব্যাটিংকে ধ্বংস করে দিয়েছে ৷ সেই আত্মবিশ্বাস নিয়েই আজ মুম্বইয়ে খোশ মেজাজে দেখা গেল ভারতীয় দল এবং সাপোর্ট স্টাফদের ৷ বিমানবন্দরে ভারতীয় দলকে স্বাগত জানাতে আসা সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ালেন রোহিত, শুভমন, সূর্যকুমাররা ৷