দুবাই, 19 অক্টোবর : তিনি ভারতীয় ড্রেসিংরুমে থাকবেন, অথচ মাঠে নামবেন না ৷ গত 17 বছরে এমনটা প্রথমবার ৷ গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানো মহেন্দ্র সিং ধোনি এখনও টিম ইন্ডিয়ার প্রাক্তন হয়েও বর্তমান ৷ ধোনির নেতৃত্বে 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত ৷ 14 বছর পর মাহির উপস্থিতিতেই ফের টি-20 বিশ্বকাপ ঘরে তুলতে মরিয়া টিম ইন্ডিয়া ৷
আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরই দুবাইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগে দেন ধোনি ৷ তবে খেলোয়াড় নয়, মাহি এখনও বিরাটদের মেন্টর ৷ দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কে চলতি টি-20 বিশ্বকাপে কোহলিরদের ড্রেসিংরুমে মেন্টর হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই ৷ টিম ইন্ডিয়ার মেন্টর হিসেবে বিরাটদের সঙ্গে থাকা ধোনির দেখা হয় ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের ৷ এক ফ্রেমে দুই কিংবদন্তির ছবি টুইটারে পোস্ট করেছে বিসিসিআই ৷ যার ক্যাপশনে লেখা হয়েছে, টু লেজেন্ডস ওয়ান মেমোরেবল মোমেন্ট ৷ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফেও ধোনির সঙ্গে গেইল, ডোয়েন ব্র্যাভো, ঋষভ পন্থ, নিকোলাস পুরান এবং প্রাক্তন প্রোটিয়া পেসার ডেইল স্টেইনের ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয় ৷