দুবাই, 25 অক্টোবর : পাকিস্তানের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর ভারতের দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশ ৷ যেখানে রোহিত শর্মার বদলে প্রথম একাদশে ঈশান কিষাণকে কেন খেলানো হল না ? ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে সেই প্রশ্নই করা হল ৷ আর সেই প্রশ্ন শুনে নিজের বিস্ময়কে চেপে রাখতে পারলে না বিরাট ৷ সরাসরি প্রশ্নকর্তা সাংবাদিককে বলেই দিলেন, ‘‘আপনি কি বিতর্কিত মন্তব্য আশা করছেন ? তাহলে আগে থেকে জানিয়ে দেবেন, আমি তৈরি হয়ে আসব !’’ হাসতে হাসতে জবাব দেন বিরাট ৷
আইসিসি’র 50 ওভারের বিশ্বকাপ হোক বা টি-20, এতদিন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একশো শতাংশ ট্র্যাক রেকর্ড ছিল ৷ কিন্তু, গতকাল দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই রেকর্ডই ভেঙে চুরমার করে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান ৷ 13 বল বাকি থাকতে 10 উইকেটে ভারতকে হারিয়েছে পাকিস্তান ৷ আর এই হারের পর ভারতের দল গঠন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশ ৷
সাংবাদিক বৈঠক বিরাট কোহলিকে পাকিস্তানের এক সাংবাদিক প্রশ্ন করেন, রোহিত শর্মাকে বসিয়ে পরের ম্যাচে ওপেনার হিসেবে ঈশান কিষাণকে খেলানো হবে কি না ? সাংবাদিকের এই প্রশ্ন শুনে নিজের বিস্ময় চেপে রাখতে পারেননি ভারত অধিনায়ক ৷ বিরাট বলেন, ‘‘এটা খুবই সাহসী প্রশ্ন ৷ আপনি কী মনে করেন, স্যর ? আমি যে দল নিয়ে খেলি, সেই দলটি আমার মতে সেরা ৷ আপনার মত কী ? আপনি চান রোহিত শর্মাকে টি-20 আন্তর্জাতিক থেকে বাদ দেওয়া হোক ? আপনি রোহিত শর্মাকে বাদ দিতে চান ? আপনি জানেন আমরা শেষ যে ম্যাচটা খেলেছিলাম, সেখানে তিনি কী করেছিলেন ? অবিশ্বাস্য ! যদি আপনি বিতর্ক চান, দয়া করে আমায় আগে জানিয়ে দেবেন ৷ তাহলে আমি সেই মতো উত্তর দেব ৷’’