পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2021 : কেকেআর-এ কামিন্সের পরিবর্ত টিম সাউদি - নিউজিল্যান্ড

আইপিএল 14’র বাকি ম্যাচে কেকেআর শিবিরে যোগ দেবেন নিউজিল্যান্ডের মিডিয়াম পেসার টিম সাউদি ৷ অজি পেসার প্যাট কামিন্সের পরিবর্ত হিসেবে সাউদিকে দলে নিয়েছে কেকেআর ফ্র্যাঞ্চাইজি ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত আইপিএল’র বাকি মরসুমে কামিন্স অংশ নেবেন না বলে জানিয়েছেন ৷

pat-cummins-will-be-replaced-by-tim-southee-at-kkr-in-rest-of-ipl-14
কেকেআর-এ কামিন্সের পরিবর্ত টিম সাউদি

By

Published : Aug 26, 2021, 7:31 PM IST

কলকাতা, 26 অগস্ট : আইপিএল সিজন 14’র দ্বিতীয় অর্ধে প্যাট কামিন্স (Pat Cummins)-এর বদলি হিসেবে নিউজিল্যান্ডের মিডিয়াম পেসার টিম সাউদি (Tim Southee)-কে দলে নিল কেকেআর (Kolkata Knight Riders) ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে 18 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএল’র বাকি ম্যাচে কামিন্স অংশ নেবেন না বলে জানিয়েছেন ৷ তাঁর বদলি হিসেবে কেকেআর (KKR) শিবির এবার কিউই মিডিয়াম পেসারকে দলে নিল ৷

প্রসঙ্গত, এপ্রিল মাসে আইপিএল চলাকালীন ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয় ৷ সেই সময় বায়ো সিকিওর বাবলের মধ্যে ক্রিকেটাররা করোনা আক্রান্ত হতে শুরু করেন ৷ যার পরেই বিসিসিআইয়ের তরফে তখনের মতো আইপিএল স্থগিত করে দেওয়া হয় ৷ এবার আইপিএল 14’র বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে হবে ৷ ইতিমধ্যে আইপিএল খেলার জন্য সব ফ্র্যাঞ্চাইজি দলগুলি দুবাইয়ে তাদের শিবির শুরু করে দিয়েছে ৷ কেবলমাত্র জাতীয় দলের সফরে থাকা ক্রিকেটাররা এখনও ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে যোগ দেননি ৷ তাঁরাও দ্রুত যাঁর যাঁর দলের সঙ্গে যোগ দেবেন ৷

আরও পড়ুন : IPL Match Fixing : বেসরকারি চ্যানেলের বিরুদ্ধে ধোনির মানহানির মামলায় স্থগিতাদেশ মাদ্রাজ হাইকোর্টের

অন্যদিকে, আইপিএলে কেকেআরের হয়ে খেলার সুযোগ পেয়ে খুশি নিউজিল্যান্ডের অন্যতম সেরা বোলার ৷ মোট 305টি আন্তর্জাতিক ম্যাচ খেলে সাউদি মোট 603টি উইকেট নিয়েছেন ৷ অন্যদিকে, টি-20 লিগে মোট 201 ম্যাচ খেলেছেন সাউদি ৷ যেখানে তাঁর উইকেট সংখ্যা 224টি ৷ এ নিয়ে কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, ‘‘টিম সাউদির দলে যোগ দেওয়ায় আমরা খুশি । তাঁর মত পেসার যোগ দেওয়ায় দলের শক্তি বাড়ল । ইতিমধ্যে সাউদি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন । তাঁর যোগদানে কেকেআর এর পেস আক্রমণ শক্তিশালী হল । কামিন্সকে পাওয়া যাবে না । ফলে তাঁর অনুপস্থিতিতে একজন অভিজ্ঞ এবং দক্ষ পেসারের দরকার ছিল । একই সঙ্গে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকা জরুরি ছিল । সাউদি সেদিক থেকে সঠিক নির্বাচন ৷’’

আরও পড়ুন : MS Dhoni : ছক্কা হাঁকিয়ে বল হারালেন ধোনি, তারপর...

ABOUT THE AUTHOR

...view details