কলকাতা, 26 অগস্ট : আইপিএল সিজন 14’র দ্বিতীয় অর্ধে প্যাট কামিন্স (Pat Cummins)-এর বদলি হিসেবে নিউজিল্যান্ডের মিডিয়াম পেসার টিম সাউদি (Tim Southee)-কে দলে নিল কেকেআর (Kolkata Knight Riders) ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে 18 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএল’র বাকি ম্যাচে কামিন্স অংশ নেবেন না বলে জানিয়েছেন ৷ তাঁর বদলি হিসেবে কেকেআর (KKR) শিবির এবার কিউই মিডিয়াম পেসারকে দলে নিল ৷
প্রসঙ্গত, এপ্রিল মাসে আইপিএল চলাকালীন ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয় ৷ সেই সময় বায়ো সিকিওর বাবলের মধ্যে ক্রিকেটাররা করোনা আক্রান্ত হতে শুরু করেন ৷ যার পরেই বিসিসিআইয়ের তরফে তখনের মতো আইপিএল স্থগিত করে দেওয়া হয় ৷ এবার আইপিএল 14’র বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে হবে ৷ ইতিমধ্যে আইপিএল খেলার জন্য সব ফ্র্যাঞ্চাইজি দলগুলি দুবাইয়ে তাদের শিবির শুরু করে দিয়েছে ৷ কেবলমাত্র জাতীয় দলের সফরে থাকা ক্রিকেটাররা এখনও ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে যোগ দেননি ৷ তাঁরাও দ্রুত যাঁর যাঁর দলের সঙ্গে যোগ দেবেন ৷