পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মিডল অর্ডারে রাসেলকে আর একটু সুযোগ দিতে চান KKR অধিনায়ক

খেলা শেষে দীনেশ কার্তিক বলেন, "মাঝে মাঝে ছেলেদের ব্যাট করা দেখে আমি গর্বিত হই । আমরা লড়াই করে যাচ্ছি । "

IPL T20
IPL T20

By

Published : Oct 4, 2020, 1:38 PM IST

শাহরজা, 4 অক্টোবর : মিডল অর্ডারে রাসেলকে আর একটু বেশি সুযোগ দিতে চান । গতকাল দিল্লির কাছে 18 রানে হেরে যাওয়ায় পর একথা বলেন KKR অধিনায়ক দীনেশ কার্তিক । পাশাপাশি সুনীল নারিনের ব্যাটিং নজর না কাড়লেও তাঁর ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানান তিনি ।

গতকাল দিল্লির বিরুদ্ধে ম্যাচে মর্গানের আগে ব্যাটিং করতে নামেন আন্দ্রে রাসেল । 8 বল খেলে 13 রান করেন তিনি । খেলা শেষে কার্তিক বলেন, "কিছু সময় ছেলেদের ব্যাট করা দেখে আমি গর্বিত হই । আমরা লড়াই করে যাচ্ছি ।তবে সত্যি বলতে কি আর কিছু ছয় মারতে পারলে আমরা জিততে পারতাম । "

এছাড়াও তিনি বলেন, "ভালো করে খেলার জন্য আমরা রাসেলকে মিডল অর্ডারে আরও বেশি সময় দিতে চাই । "

এবছর IPL-এ সুনীল নারিনের ব্যাটিং সেভাবে নজর কাড়তে পারেনি । তবে তাঁর ওপর পূর্ণ আস্থা রয়েছে KKR এর অধিনায়ক দীনেশ কার্তিকের । নারিন প্রসঙ্গে তিনি বলেন, "কোচেদের সঙ্গে আমরা নারিনের বিষয় নিয়ে আলোচনা করব । তবে নারিনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে । "

আগামী বুধবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে KKR ।

ABOUT THE AUTHOR

...view details