কলকাতা, 18 জানুয়ারি : অসমের বিরুদ্ধে অপ্রত্যাশিত পরাজয় মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টের মূল পর্বে বাংলায় যাওয়ার সম্ভাবনায় বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। তামিলনাড়ুর বিরুদ্ধে "মাস্ট উইন" ম্যাচ শুধু বাংলাকে জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। চার ম্যাচে 16 পয়েন্ট নিয়ে সবার ওপরে তামিলনাড়ু। সমসংখ্যক ম্যাচে বাংলার ঘরে পয়েন্ট 12। ইডেনে তাই জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে।
বাংলার দুই ওপেনার শ্রীবৎস গোস্বামী ও বিবেক সিং ছন্দে রয়েছেন। তামিলনাড়ুর বিরুদ্ধে এই দুই ব্যাটসম্যানের কাছ থেকে ফের একটা ঝোড়ো ইনিংস চাইছে বাংলার টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে তামিলনাড়ুর দুই ওপেনার এন হরি নিশান্ত এবং নারায়ণ জগদীশন দুরন্ত ফর্মে রয়েছেন যা দীনেশ কার্তিকের দলের পক্ষে স্বস্তির। বোলিং বিভাগে দুই দলের শক্তি প্রায় তুল্যমুল্য। ইশান পোড়েল, আকাশ দীপ, মুকেশ কুমারদের গতির সঙ্গে পাল্লা দিতে তামিলনাড়ুর সাই কিশোর, মুরগান অশ্বিন, বাবা অপরাজিত তৈরি।