পুনে, 9 এপ্রিল :নাইটদের বিরুদ্ধে গত ম্যাচে চলতি মরশুমে আবির্ভাব হয়েছিল ৷ প্রথম ম্যাচেই ব্যাটিং-অর্ডারে তাঁর প্রয়োজনীয়তা বুঝিয়েছিলেন ৷ শনিবার দ্বিতীয় ম্যাচে আবারও ঝলসে উঠল সূর্যকুমার যাদবের ব্যাট ৷ তাও আবার এমন সময়, যখন তিন অঙ্কে পৌঁছনোই অসম্ভব মনে হচ্ছিল পাঁচবারের চ্যাম্পিয়নদের ৷ সূর্যকুমারের ব্যাটেই 79 রানে 6 উইকেট হারানো মুম্বই 152 রানের লক্ষ্যমাত্রা দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৷ 37 বলে অপরাজিত 68 রান করলেন রোহিতের দলের পিঞ্চ হিটার (Suryakumar Yadav hits 68 runs as MI set 152 runs target for RCB) ৷
পুনেতে এদিন টস হেরে প্রথমে ব্যাট করে বড়সড় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ আবার ব্যর্থ রোহিত ফেরেন 26 রানে ৷ আরেক ওপেনার ইশান কিষানের সংগ্রহেও মাত্র 26 ৷ হর্ষল প্যাটেল, আকাশদীপদের দাপটে 80 রানের মধ্যেই প্রথম সারির ছয় ব্যাটারকে হারায় পল্টনরা ৷ কিন্তু খেলার মোড় ঘোরে সূর্য়কুমারের ব্যাটে ৷ 13.2 ওভারে 6 উইকেটে 79 থেকে 20 ওভারে দলকে 151 রানে পৌঁছে দেন 2018 থেকে মুম্বইয়ের ধারাবাহিক সফল ব্যাটার ৷ শেষ 40 বলে জয়দেব উনাদকাটের সঙ্গে জুটি বেঁধে 72 রান যোগ করেন তিনি ৷