পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'ভয়ডরহীন ক্রিকেট', অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসের ব্যাখ্যা স্কাইয়ের - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের ব্যাখ্যা স্কাইয়ের

Fearless Cricket is New Mantra for Young Indian Team: বিশ্বকাপ ফাইনালের হারের খতে প্রলেপ হয়তো দিতে পারবে না ৷ কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের মনোবল এবং সমর্থকদের বিশ্বাসকে ফের একবার জাগিয়ে তোলার কাজ অবশ্যই করবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-20 আন্তর্জাতিকে জয় ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 3:57 PM IST

বিশাখাপত্তনম, 24 নভেম্বর: অতীত ক্ষতকে সঙ্গে নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে জয় পেয়েছে তরুণ ভারতীয় দল ৷ বৃহস্পতিবার রাতের এই জয়ে অন্যতম কান্ডারি ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয় ৷ তবে, এই মুহূর্তে আলোচনায় সূর্যর 42 বলে 80 রানের ইনিংস ৷ বিশাখাপত্তনমে নিজের ইনিংসকে এককথায় 'ভয়ডরহীন ক্রিকেট' বলে উল্লেখ করেছেন স্কাই ৷

অজিদের দেওয়া 109 রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথমেই 2 উইকেট হারিয়ে চাপে ছিল ভারত ৷ সেখান থেকে ঈশান কিষাণের (58 রান) সঙ্গে 112 রানের পার্টনারশিপ করে ভারতকে ম্যাচে সুবিধাজনক জায়গায় নিয়ে আসেন তিনি ৷ কিন্তু, বিশ্বকাপের মঞ্চে ফাইনালে মাত্র 18 রান করেছিলেন সূর্যকুমার যাদব ৷ আর নিজের প্রিয় ফরম্যাটে ফিরতেই পুরনো সূর্যকুমারকে দেখা গেল ৷ সাংবাদিক বৈঠকের শুরুতেই সূর্যকে তাঁর ইনিংসকে এককথায় ব্যাখ্যা করতে বলা হয় ৷ তাতে ভারতীয় দলের অধিনায়কের জবাব ছিল, ‘ভয়ডরহীন’ ৷ তবে, তাঁর এই ইনিংসের পিছনে তিন নম্বরে নামা ঈশান কিষাণের ভূমিকা অনেক বড় বলে মনে করেন সূর্য ৷

স্কাই বলেন, ‘‘আমি মনে করি, ও আমাকে অনেক সাহায্য করেছে ৷ আমার ভয়ডরহীন ক্রিকেট খেলার কারণ ঈশান ৷ ও উলটোদিকে দাঁড়িয়ে ছিল এবং ওর এই ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ৷’’ ঈশান ছাড়াও ভারতের জয়ে অন্যতম কারিগর হয়ে উঠেছেন কেকেআর থেকে ওঠা রিংকু সিং ৷ উত্তরপ্রদেশের এই ক্রিকেটার 14 বলে অপরাজিত 22 রান করেছেন গতকাল ৷ আর রিংকুকে নিয়ে অধিনায়কের মত, ‘‘আমার মতে, ওই রকম চাপের মুহূর্তে ও খুব শান্ত মাথায় পরিস্থিতি সামলেছে ৷ ব্যাট করতে আসার সময় ওকে খুব শান্ত এবং একাগ্রতার মধ্যে ছিল ৷ আর সেটা দেখে আমার খুব ভালো লেগেছে ৷’’

তবে, প্রথম ইনিংসে জস ইংলিসের 110 রানের দৌলতে অজিরা 208 রান তুলেছিল বোর্ডে ৷ সেই সময় সামান্য হলেও চাপে ছিল ভারতীয় দল ৷ সেটা স্বীকারও করে নিলেন অধিনায়ক ৷ বলেন, ‘‘একটু তো ছিলাম ৷ ড্রেসিংরুমে অতটা অভিজ্ঞতা নেই ৷ কিন্তু, প্রতিটা ছেলে সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত ছিল ৷ ওরা যখন বোর্ড স্কোরটা দেখল, তখন একটাই কথা বলেছিল, 'যদি আমরা এই ম্যাচটা জিততে পারি, তাহলে সেটা সত্যিই আনন্দের হবে' ৷’’ আর জাতীয় দলের হয়ে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে জয়ে খুবই খুশি সূর্যকুমার যাদব ৷

আরও পড়ুন:

  1. শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক রিঙ্কু, রুদ্ধশ্বাস জয়ে অজিদের বিরুদ্ধে টি-20 সিরিজে এগোল ভারত
  2. 'বাবা ঠিক আছে...', রোহিতকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাব ছোট্ট সামাইরার
  3. 'রোহিতকে সেঞ্চুরি শেখানোর দরকার নেই', অধিনায়কের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত অশ্বিনের

ABOUT THE AUTHOR

...view details