বিশাখাপত্তনম, 24 নভেম্বর: অতীত ক্ষতকে সঙ্গে নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে জয় পেয়েছে তরুণ ভারতীয় দল ৷ বৃহস্পতিবার রাতের এই জয়ে অন্যতম কান্ডারি ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয় ৷ তবে, এই মুহূর্তে আলোচনায় সূর্যর 42 বলে 80 রানের ইনিংস ৷ বিশাখাপত্তনমে নিজের ইনিংসকে এককথায় 'ভয়ডরহীন ক্রিকেট' বলে উল্লেখ করেছেন স্কাই ৷
অজিদের দেওয়া 109 রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথমেই 2 উইকেট হারিয়ে চাপে ছিল ভারত ৷ সেখান থেকে ঈশান কিষাণের (58 রান) সঙ্গে 112 রানের পার্টনারশিপ করে ভারতকে ম্যাচে সুবিধাজনক জায়গায় নিয়ে আসেন তিনি ৷ কিন্তু, বিশ্বকাপের মঞ্চে ফাইনালে মাত্র 18 রান করেছিলেন সূর্যকুমার যাদব ৷ আর নিজের প্রিয় ফরম্যাটে ফিরতেই পুরনো সূর্যকুমারকে দেখা গেল ৷ সাংবাদিক বৈঠকের শুরুতেই সূর্যকে তাঁর ইনিংসকে এককথায় ব্যাখ্যা করতে বলা হয় ৷ তাতে ভারতীয় দলের অধিনায়কের জবাব ছিল, ‘ভয়ডরহীন’ ৷ তবে, তাঁর এই ইনিংসের পিছনে তিন নম্বরে নামা ঈশান কিষাণের ভূমিকা অনেক বড় বলে মনে করেন সূর্য ৷
স্কাই বলেন, ‘‘আমি মনে করি, ও আমাকে অনেক সাহায্য করেছে ৷ আমার ভয়ডরহীন ক্রিকেট খেলার কারণ ঈশান ৷ ও উলটোদিকে দাঁড়িয়ে ছিল এবং ওর এই ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ৷’’ ঈশান ছাড়াও ভারতের জয়ে অন্যতম কারিগর হয়ে উঠেছেন কেকেআর থেকে ওঠা রিংকু সিং ৷ উত্তরপ্রদেশের এই ক্রিকেটার 14 বলে অপরাজিত 22 রান করেছেন গতকাল ৷ আর রিংকুকে নিয়ে অধিনায়কের মত, ‘‘আমার মতে, ওই রকম চাপের মুহূর্তে ও খুব শান্ত মাথায় পরিস্থিতি সামলেছে ৷ ব্যাট করতে আসার সময় ওকে খুব শান্ত এবং একাগ্রতার মধ্যে ছিল ৷ আর সেটা দেখে আমার খুব ভালো লেগেছে ৷’’
তবে, প্রথম ইনিংসে জস ইংলিসের 110 রানের দৌলতে অজিরা 208 রান তুলেছিল বোর্ডে ৷ সেই সময় সামান্য হলেও চাপে ছিল ভারতীয় দল ৷ সেটা স্বীকারও করে নিলেন অধিনায়ক ৷ বলেন, ‘‘একটু তো ছিলাম ৷ ড্রেসিংরুমে অতটা অভিজ্ঞতা নেই ৷ কিন্তু, প্রতিটা ছেলে সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত ছিল ৷ ওরা যখন বোর্ড স্কোরটা দেখল, তখন একটাই কথা বলেছিল, 'যদি আমরা এই ম্যাচটা জিততে পারি, তাহলে সেটা সত্যিই আনন্দের হবে' ৷’’ আর জাতীয় দলের হয়ে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে জয়ে খুবই খুশি সূর্যকুমার যাদব ৷
আরও পড়ুন:
- শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক রিঙ্কু, রুদ্ধশ্বাস জয়ে অজিদের বিরুদ্ধে টি-20 সিরিজে এগোল ভারত
- 'বাবা ঠিক আছে...', রোহিতকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাব ছোট্ট সামাইরার
- 'রোহিতকে সেঞ্চুরি শেখানোর দরকার নেই', অধিনায়কের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত অশ্বিনের