পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্ত্রোপচার সম্পূর্ণ সূর্য'র, কেমন আছেন ব্যাটার জানালেন নিজেই - অস্ত্রোপচার

Surya Kumar Yadav: অবশেষে তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের অস্ত্রোপচার হয়ে গেল। জার্মানিতে স্পোর্টস হার্নিয়ায় অস্ত্রোপচার করালেন সূর্য। কেমন রয়েছেন তিনি তা এক্সে শেয়ার করলেন ভারতীয় দলের ব্যাটার ৷

অস্ত্রোপচার সম্পূর্ণ সূর্য'র
Surya Kumar Yadav

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 9:50 AM IST

Updated : Jan 18, 2024, 5:03 PM IST

মুম্বই, 18 জানুয়ারি:2023 সালের 14 ডিসেম্বর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচ চলাকালীন গোড়ালিতে চোট পেয়েছিলেন সূর্য। তারপর আর তিনি সেই ম্যাচ খেলতে পারেননি। আর তারজন্যই সূর্যকুমার যাদব 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 22 গজের বাইরে ছিটকে গিয়েছেন। জানা গিয়েছিল, গোড়ালির চোট পেয়েছিলেন সূর্য। কিন্তু এরপর তাঁর এই চোটের পরীক্ষা করাতে গিয়েই স্পোর্টস হার্নিয়া ধরা পড়ে। সেই চোটের জন্য তিনি জার্মানিতে অস্ত্রোপচার করান ৷ তারপর কেমন আছেন তা নিজেই জানালেন তারকা ব্যাটার ৷

উল্লেখ্য, 2024 টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতির সময়টাও নষ্ট হয়েছে সূর্যের। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে 2024 আইপিএলের প্রাথমিক ম্যাচগুলিতেও তাঁকে না-পাওয়ার সম্ভাবনা প্রবল। যেটা বিশ্বকাপের আগে সূর্যের জন্য বড় ধাক্কা ৷ এদিন নিজের গতকাল, বুধবার এক্সে শেয়ার করে লেখেন, "সার্জারি সম্পন্ন ৷ আমি সবাইকে তাদের উদ্বেগ এবং আমার স্বাস্থ্যের জন্য শুভকামনার জন্য ধন্যবাদ জানাতে চাই ৷ আমি আপনাদের সবাইকে এটা জানাতে পেরে খুশি যে আমি খুব শীঘ্রই বাইশ গজে ফিরব ৷"

জানা গিয়েছে, বর্তমানে‌ জার্মানিতেই রয়েছেন সূর্যকুমার যাদব। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রীও দেবীশা শেঠিও। উল্লেখ্য, 2022 সালের মাঝামাঝি, ভারতের শীর্ষ উইকেটকিপার-ব্যাটসম্যান, কেএল রাহুল স্পোর্টস হার্নিয়াতে ভুগছিলেন। সেই বছরের জুলাই মাসে জার্মানিতে তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। চোটের কারণে কেএল রাহুল আইপিএলের পর কয়েক মাস বিশ্রামে ছিলেন।

এখনও পর্যন্ত, সূর্যকুমার যাদব 2021 সালে অভিষেকের পর 60টি টি-20 খেলেছেন এবং 45.55 গড়ে 21 হাজার 141 রান করেছেন। 171-এর বেশি তাঁর স্ট্রাইক রেট রয়েছে। সূর্যের চারটি সেঞ্চুরি এবং 17টি হাফসেঞ্চুরি রয়েছে। আগামী জুন মাসে 2024 সালের আইসিসি টি-20 বিশ্বকাপের সময় তিনি ভারতের হয়ে অন্যতম প্রধান খেলোয়াড় হতে চলেছেন। ফলে বিশ্বকাপের আগে সূর্যের ফিট হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন:

  1. জোড়া সুপার ওভার, রোহিতের দাপটে রুদ্ধশ্বাস ম্যাচে জয় টিম ইন্ডিয়ার
  2. প্রত্যাঘাত নইব-জাদরানদের, ভারত-আফগানিস্তান তৃতীয় টি-20 টাই; ফয়সালা দ্বিতীয় সুপার ওভারে
  3. টি-20'তে দ্রুততম 12 হাজারি ক্লাবের সদস্য হওয়া থেকে মাত্র 6 রান দূরে বিরাট
Last Updated : Jan 18, 2024, 5:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details