পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Steve Smith Leads in 4th Test: ফিরছেন না কামিন্স, চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ - প্যাট কামিন্স

আমেদাবাদ টেস্টেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ (Steve Smith Leads in 4th Test) ৷ অসুস্থ মায়ের কাছেই থাকছেন প্যাট কামিন্স ৷ একদিনের সিরিজে কামিন্স ফিরবেন কিনা, তা এখনও জানা যায়নি ৷

Steve Smith Leads in 4th Test ETV BHARAT
Steve Smith Leads in 4th Test

By

Published : Mar 6, 2023, 2:57 PM IST

আমেদাবাদ, 6 মার্চ: চতুর্থ টেস্টেও নেই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) ৷ তাঁর অসুস্থ মায়ের সঙ্গেই থাকবেন অজি পেসার ৷ এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, আমেদাবাদে সিরিজের শেষ টেস্টে সহ-অধিনায়ক স্টিভ স্মিথ নেতৃত্ব দেবে ক্যাঙারুদের (Steve Smith Leads Australia in 4th Test) ৷ অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিততে না পারলেও সিরিজ 2-2 ড্র করার সুযোগ রয়েছে তাঁদের ৷ তবে, ভারতের লক্ষ্য শেষ টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করা ৷

বর্ডার-গাভাসকর ট্রফির 4 টেস্টের সিরিজ বর্তমানে 2-1 ফলাফলে রয়েছে ৷ শেষ ম্যাচ জিতলে ভারত সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে ৷ সেখানে অস্ট্রেলিয়া চাইবে সিরিজ 2-2 ড্র করতে ৷ এরই মধ্যে অস্ট্রেলিয়া শিবিরের জন্য কিছুটা হলেও খারাপ খবর ৷ সিরিজের শেষ টেস্ট খেলতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন না অধিনায়ক প্যাট কামিন্স ৷ অর্থাৎ, ইন্দোরের পর এবার আমেদাবাদেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ ৷

গতবছর অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইনের বিরুদ্ধে দলের মহিলা স্টাফকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনার পর ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন পেইন ৷ সেই সময় প্যাট কামিন্সকে অধিনায়ক করা হয় অস্ট্রেলিয়ার ৷ আর স্যান্ড-গেট কাণ্ডের জেরে অধিনায়কত্ব হারানোর স্টিভ স্মিথকে সহ-অধিনায়ক করে ফের টিম ম্যানেজমেন্টের অংশ করা হয় ৷ তবে, এই সিরিজের প্রথম 2 টেস্টের পর কামিন্স তাঁর মায়ের অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন ৷ তাঁর জায়গায় ডেপুটি স্মিথ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন তৃতীয় টেস্টে ৷ এবার চতুর্থ টেস্টেও অধিনায়কত্ব করবেন স্মিথ ৷

আরও পড়ুন:টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রকারী ব্যাটার রুট, উইকেটের তালিকায় 1 নম্বরে লায়ন

তবে, 17 মার্চ থেকে শুরু হওয়া 3 ম্যাচের একদিনের সিরিজে প্যাট কামিন্স ফিরবেন কিনা, তা এখনও নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট ৷ পুরোটাই নির্ভর করছে কামিন্সের মায়ের স্বাস্থ্যের উপরে ৷ তিনি সুস্থ থাকলে প্যাট কামিন্স ফিরবেন একদিনের সিরিজে ৷ তবে, সেটা টেস্ট সিরিজের পর জানানো হবে ৷ তা না হলে একদিনের সিরিজেও স্টিভ স্মিথই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ৷

ABOUT THE AUTHOR

...view details