কলম্বো, 10 সেপ্টেম্বর:পাকিস্তানের পর সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে কার্যত বিদায়ের মুখে বাংলাদেশ। গতকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দাসুন শানাকার শ্রীলঙ্কা ও সাকিব আল হাসানের বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে শ্রীলঙ্কা তোলে 257 রান। জবাবে ব্যাট করতে নেমে সাকিব ব্রিগেড শেষ পর্যন্ত 48.1 ওভারে 236 রানে অল আউট হয়ে যায়। শেষ হাসি হেসে বাংলাদেশের বিরুদ্ধে 21 রানে জিতে ফাইনালে ওঠার স্বপ্ন জিইয়ে রাখলেন দাসুন শানাকারা ৷
এই 21 রানের জয়ের সুবাদে রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। এ নিয়ে টানা 13টি ওডিআই ম্যাচ জিতল লঙ্কা-বাহিনী । অন্যদিকে, পরপর দ্বিতীয় ম্যাচ হেরে যাওয়ায় শাকিব আল হাসানদের এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন বড় ধাক্কা খেল। যদিও অঙ্ক বলছে এখনও ফাইনালে যেতে পারে বাংলাদেশ। কলম্বোর মাঠে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। পরে দিমুথ করুণারত্নে 18 রানে আউট হবার পর কুশাল মেন্ডিস অর্ধশতরান করে সাজঘরে ফিরে যান ৷ নিশাঙ্কাও 40 রানে আউট হয়ে যান। এরপর কার্যত একা হাতে দলের রান বাড়াতে থাকেন সাদিরা সামারাউইক্রিমা ৷ 72 বলে 93 রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি ৷