ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ময়ঙ্ক ডাগর-শাহবাজকে বদল করল হায়দরাবাদ ও ব্যাঙ্গালোর - IPL 2024 Auction

IPL 2024 Transfer Window: দলবদলের বাজারে ময়ঙ্ক ডাগরের বদলে শাহবাদ আহমেদকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে নিল সানরাইজার্স আমেদাবাদ ৷ আগামী 19 ডিসেম্বর দুবাইয়ে আগামী আইপিএলের অকশন রয়েছে ৷ তার আগে দলগুলির মধ্যে খেলোয়াড় বদলের প্রক্রিয়া জারি রয়েছে ৷

Image Courtesy: Indian Premier League X
Image Courtesy: Indian Premier League X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 5:47 PM IST

হায়দরাবাদ, 26 নভেম্বর: আগামী মাসে দুবাইতে আইপিএলের অকশন ৷ তার আগে 9টি ফ্র্যাঞ্চাইজি এই মুহূর্তে দলবদলের বাজারে প্লেয়ার কেনাবেচায় ব্যস্ত ৷ সেই তালিকায় এবার জুড়লেন ময়ঙ্ক ডাগর এবং শাহবাজ আহমেদ ৷ ময়ঙ্ক ডাগরকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সানরাইজার্স হায়দরাবাদ থেকে নিয়েছে ৷ বদলে শাহবাজ আহমেদকে আরসিবি থেকে ট্রেড করেছে সানরাইজার্স ৷

উল্লেখ্য, দুই অলরাউন্ডার গত মরশুমে খুব একটা সাফল্য পাননি ৷ বিশেষত, ভারতীয় দলে অভিষেক করে ফেলা শাহবাজ আহমেদ আরসিবি-র হয়ে তেমন প্রভাব ফেলতে পারেননি লোয়ার-অর্ডারে ৷ এমনকি বোলিংয়েও প্রভাব ফেলার মতো কিছু করে দেখাতে পারেননি ৷ বাঁ-হাতি অর্থডক্স স্পিনার শাহবাজ এখনও পর্যন্ত আইপিএলে 39টি ম্যাচ খেলে ফেলেছেন ৷ যেখানে মাত্র 14টি উইকেট পেয়েছেন ৷ তার মধ্যে 7 রান দিয়ে 3 উইকেট তাঁর আইপিএল কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স ৷ 2020 সালে আইপিএল অভিষেক করেন বাংলার এই ক্রিকেটার ৷ আরসিবি-র হয়ে তখন থেকেই কার্যত নিয়মিত খেলে আসছেন তিনি ৷ এবার প্লেয়ার ট্রান্সফার উইন্ডোতে শাহবাজকে ছাড়ল ব্যাঙ্গালোর ৷

সেখানেই সানরাইজার্স হায়দরাবাদ বর্তমান দামেই ময়ঙ্ক ডাগরকে আরসিবি-র কাছে বিক্রি করেছে ৷ এই ডান হাতি অলরাউন্ডার এর আগে পঞ্জাব কিংসের হয়ে খেলতেন ৷ আর 2023 আইপিএলে সানরাইজার্সের হয়ে মাত্র তিনটে ম্যাচ খেলেছেন ময়ঙ্ক ডাগর ৷ সেখানেও মাত্র 1টি উইকেট পেয়েছেন ৷ 27 বছরের দিল্লির ময়ঙ্ক ডাগর ডান হাতি ব্যাটার এবং বাঁ-হাতি স্পিন বোলিং করেন ৷ তবে, বর্তমান ঘরোয়া ক্রিকেটে হিমাচলপ্রদেশের হয়ে খেলেন তিনি ৷ উল্লেখ্য, কয়েকদিন আগেই গুজরাত টাইটান্স তাঁদের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিয়েছে 15 কোটি টাকার ট্রান্সফার মানির বদলে ৷ হার্দিক ফের একবার তাঁর আইপিএলের শুরুদিনের ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছেন ৷

তবে, গুজরাত হার্দিকের বদলে কোনও ক্রিকেটারকে নেয়নি ৷ বরং সেই টাকা আইপিএল অকশনে কাজে লাগাতে চায় এই টুর্নামেন্টে মাত্র দু’টি সিজন খেলা এই ফ্র্যাঞ্চাইজি ৷ প্লেয়ার বদলের মতো সাপোর্ট স্টাফদের বদলাবদলি হচ্ছে ৷ তবে, ঠিক বদল নয় ৷ লখনউ সুপার জায়ান্টস থেকে মেন্টরশিপের চাকরি ছেড়ে গৌতম গম্ভীর প্লেয়ার হিসেবে তাঁর পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন ৷

আরও পড়ুন:

  1. বল হাতে ভারতীয় দলের ত্রাতা শামি এবার প্রাণরক্ষক
  2. তিরুঅনন্তপুরমে অজিদের বিরুদ্ধে নজরে প্রসিদ্ধ-আর্শদীপ-বিষ্ণোই
  3. নাইট সংসারে ফিরছেন গম্ভীর, এবার মেন্টরের ভূমিকায় 2 বারের ট্রফিজয়ী অধিনায়ক

ABOUT THE AUTHOR

...view details