সেঞ্চুরিয়ন, 28 ডিসেম্বর: প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটিংকে হতাশাজনক বলে হয়েছিল অনেকেরই ৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতের পরিস্থিতি হল আরও ভয়ংকর ৷ একমাত্র বিরাট কোহলি ছাড়া আর কেউ লড়তেই পারেননি কাগিসো রাবাদা, মার্কো জানসেনদের বিরুদ্ধে ৷ দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে চালকের আসনে বসিয়ে দেন ডিন এলগার এবং মার্কো জানসেন ৷ প্রথম ইনিংসে ভারতের 245 রানের জবাবে 408 রানের পাহাড় খাঁড়া করে প্রোটিয়াবাহিনী ৷ 163 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত ৷ আর প্রথম থেকেই একের পর এক উইকেট খুইয়ে এক ইনিংস এবং রানে পরাজিত হল রোহিত ব্রিগেড ৷
তিন দিনের এই ম্যাচে একটি সেশনেও দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলতে পারেনি রোহিত শর্মার দল ৷ দ্বিতীয় ইনিংসেও শুরুতেই উইকেট খোয়ান রোহিত ৷ শুভমন গিল কিছুটা আশা জাগিয়েছিলেন ঠিকই কিন্তু তিনিও ড্রেসিং রুমের পথ ধরেন 26 রানের মাথায় ৷ শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর কেউই সেভাবে লড়াই করতে পারেননি ৷
দিনের একমাত্র ভরসা বিরাটই ৷ প্রথম ইনিংসে শুরুটা ভালো করলেও বড় রান করতে পারেননি ৷ তবে দ্বিতীয় ইনিংসে একা কুম্ভ ধরে রাখার চেষ্টা করেন তিনি ৷ 12টি চার এবং 1টি ছয় দিয়ে সাজানো 76 রানের ইনিংস তিনি খেলেন বটে তবে ভারত এদিন সর্বসাকুল্যে করে মাত্র 131 রান ৷ কোহলি ম্যাচের ট্র্যাজিক নায়ক হলেও আসল নায়ক দক্ষিণ আফ্রিকান তিন পেসার ৷
অনভিজ্ঞ বোলিং লাইন-আপকে রাবাদা যেভাবে নেতৃত্ব দেন তাও দেখার মতো ৷ প্রোটিয়াদের হয়ে সর্বাধিক 4টি উইকেট শিকার করেন নান্দ্রে বার্জার ৷ 2টি উইকেট তুলে নেন রাবাদা ৷ 3টি উইকেট পান জানসেন ৷ ব্যাট হাতেও দলকে যথেষ্ট সাহায্য় করেন জানসেন ৷ তাঁর ব্যাট থেকে এসেছিল 84 রান ৷ আবার বল হাতেও দুই ইনিংস মিলিয়ে তিনি শিকার করেন 4 উইকেট ৷ প্রথম ম্যাচে হারের জেরে ধুলিসাৎ হয়ে গেল দক্ষিণ আফ্রিকায় ভারতের টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন ৷ দুই ম্যাচের এই সিরিজে 1-0 ফলাফলে এগিয়ে গেল প্রোটিয়াবাহিনী ৷
আরও পড়ুন:
- এলগারের তৈরি ক্ষতে নুনের ছিটে জানসেনের, রোহিতদের থেকে 163 রানে এগিয়ে প্রোটিয়ারা
- পালটা শতরান এলগারের, বুমরা-সিরাজদের নাস্তানাবুদ করে সেঞ্চুরিয়নে চালকের আসনে প্রোটিয়ারা
- 'বিদেশে ভরসার নাম রাহুল' ! সেঞ্চুরিয়নে ফের সেঞ্চুরিতে দলকে টানলেন কেএল