নয়াদিল্লি, 29 জুন: ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর রান করেও জাতীয় দলে ব্রাত্য সরফরাজ খানকে নিয়ে সরগরম ভারতীয় ক্রিকেট ৷ ঘরোয়া ক্রিকেটে মাত্র 42 গড়ে ব্যাটিং করে রুতুরাজ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ডাক পেলেও, ব্রাত্যই থেকে যান সরফরাজ ৷ তাহলে কি আইপিএলে ভালো পারফরম্যান্সই জাতীয় টেস্ট দলে ডাক পাওয়ার লাইসেন্স ৷ সরফরাজ খানের পাশে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, জাত চেনাতে সরফরাজের অন্তত একবার জাতীয় দলে সুযোগ প্রাপ্য ৷ এক্ষেত্রে আইপিএলে পারফরম্যান্সের তত্ত্বে একেবারেই সিলমোহর দিতে আগ্রহী নন প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট ৷
তবে কেবল সরফরাজই নন, বাংলার ওপেনার অভিমন্য়ু ঈশ্বরণের হয়েও ব্যাট ধরলেন মহারাজ ৷ পিটিআই'কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার মনে হয় রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি কিংবা দলীপ ট্রফিতে যশস্বী প্রচুর রান করেছে ৷ আর সে কারণেই ও জাতীয় দলে আজ ৷ একই কথা প্রযোজ্য সরফরাজের ক্ষেত্রে ৷ গত তিন বছরে ও যত রান করেছে তাতে জাতীয় দলে ওর একটা সুযোগ পাওয়া উচিৎ ৷"