নয়াদিল্লি, 17 নভেম্বর: আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ একটি ক্রিকেট ওয়েব সাইটে প্রকাশিত খবর অনুযায়ী এমনই জানা গিয়েছে ৷ এতদিন ওই পদে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে ৷ 2012 সাল থেকে তিনি আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন ৷ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েডের পরিবর্তে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন ৷ 2016 সালে তাঁকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয় ৷ পরে 2019 সালে ফের একবার কুম্বলেকে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয় ৷ পরপর তিনবার নিয়োগের পর, এবার সেই পদে বসছেন বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
আইসিসি সূত্রে খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়কে ক্রিকেট কমিটির পর্যবেক্ষক পদ থেকে সরিয়ে এবার সরাসরি চেয়ারম্যান করা হল ৷ আইসিসি ক্রিকেট কমিটির কাজ হল ক্রিকেট সংক্রান্ত নিয়ম এবং বিধানগুলিকে সঠিকভাবে বলবৎ করা ৷ একই সঙ্গে আরও একটি ভাল খবর রয়েছে বিসিসিআই’র জন্য ৷ সূত্রের খবর, ক্রিকেট নিয়ামক সংস্থা এবার বিসিসিআই’র সঙ্গে মিলিতভাবে কর সংক্রান্ত বিষয়ের দায়িত্ব ভাগাভাগি করে নিতে সম্মত হয়েছে ৷