কলকাতা, 31 অক্টোবর: চেয়ারে বসেই ঋদ্ধিমান সাহা এবং সুদীপ চট্টোপাধ্যায়কে বাংলায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা শুরু করলেন সিএবি-র নয়া সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly to appeal Wriddhiman Saha to play for Bengal again)। প্রথমবার সিএবি-র সদর দফতর ছেড়ে বেরিয়ে বার্ষিক সাধারণ সভা আয়োজিত হল কোনও পাঁচতারা হোটেলে। বিদায়ী সভাপতি অভিষেক ডালমিয়ার স্থলাভিষিক্ত হলেন স্নেহাশিস (Snehasish Ganguly replaces Avishek Dalmiya as CAB president)। বাংলার প্রাক্তন ক্রিকেটার সচিব পদ থেকে বসলেন শীর্ষ পদে ৷ তার ছেড়ে যাওয়া জুতোয়, অর্থ্যাৎ সচিব পদে বসলেন নরেশ ওঝা। যুগ্ম সচিবের পদে রয়ে গেলেন দেবব্রত দাস।
যদিও এদিন মধ্যমনি স্নেহাশিসের দিকেই ছিল যাবতীয় নজর ৷ আর সভাপতির চেয়ারে বসেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা জানালেন, ঋদ্ধিমান সাহাকে বাংলায় ফিরিয়ে নিয়ে আনার ব্যাপারে উদ্যোগী হবেন তিনি। এর আগে ভারতীয় দল থেকে অনায্যভাবে ঋদ্ধিমানকে বাদ দেওয়া হয়েছিল যখন, তখন তিনি প্রতিবাদ করেছিলেন বলে স্নেহাশিস মনে করিয়ে দেন। আটত্রিশ বছর বয়সেও ঈর্ষনীয় ফিট ঋদ্ধিমানকে বাংলার সম্পদ বলেই মনে করেন নয়া সিএবি সভাপতি ৷ দীনেশ কার্তিক এখনও জাতীয় দলে সুযোগ পাওয়া সম্ভব হলে ঋদ্ধিমান কেন পারবেন না, সেই প্রশ্ন তোলেন স্নেহাশিস