মুম্বই, 27 ফেব্রুয়ারি: সালটা 2013 ৷ স্মৃতি মন্ধনার সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর ৷ অন্ধ্রের ক্রিকেটারের নাম অনুরাগীরা ভুলতে বসেছেন ঠিকই, কিন্তু জাতীয় দলের জার্সিতে প্রত্য়াবর্তনের স্বপ্নটা এখনও অটুট স্নেহা দীপ্তির (Sneha Deepthi) ৷ মা হয়েছেন ইতিমধ্যেই ৷ তাতে কী? আসন্ন উইমেনস প্রিমিয়র লিগকে স্টেপিং স্টোন করে নীল জার্সিতে প্রত্যাবর্তনে মুখিয়ে স্নেহা দীপ্তি (Sneha Deepthi ready to deliver in WPL) ৷
তাঁর সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রাখা স্মৃতি মন্ধনা মেয়েদের ক্রিকেটে এখন সম্ভ্রম জাগানো নাম ৷ কিন্তু স্নেহার কেরিয়ার জোড়া টি-20 এবং একটি ওয়ান-ডে'র বেশি লম্বা হয়নি ৷ তবে রাজ্যের হয়ে খেলে লড়াইটা জারি রেখেছিলেন তিনি ৷ ডব্লুপিএল'কে যেন সেই লড়াইয়ে অক্সিজেন হিসেবে পেলেন স্নেহা ৷
শেষবার 2021 নভেম্বরে অন্ধ্রের হয়ে খেলেছেন অলরাউন্ডার ৷ মেয়েদের প্রিমিয়র লিগের পয়লা সংস্করণে অন্ধ্রের অলরাউন্ডাকে 30 লক্ষে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস ৷ যাকে কেরিয়ারের 'টার্নিং পয়েন্ট' বানাতে বদ্ধপরিকর স্নেহা ৷ দু'বছরের ছেলে কৃভাকে বাড়িতে রেখে ইতিমধ্যেই মুম্বইয়ে দিল্লি শিবিরে যোগ দিয়েছেন তিনি ৷ তবে বিষয়টা মোটেই সহজ ছিল না ৷ সেক্ষেত্রে স্বামী তাঁকে আশ্বস্ত করেছেন একরত্তির যথাযথ খেয়াল রাখার ব্যাপারে ৷ সেরেনা-সানিয়াদের মত তাই স্নেহাও তাঁর ত্যাগ এবং লড়াইকে আগামী প্রজন্মের কাছে উপজীব্য রাখতে চান (Sneha Deepthi hopes to inspire others) ৷