কলম্বো, 15 সেপ্টেম্বর:শুভমনের শতরানেও অধরা টাইগার ‘বধ’ ৷ তীরে এসে তরী ডুবল ভারতের ৷ বাংলাদেশের বিরুদ্ধে কাজেই এল না শুভমন গিল, অক্ষর পটেলের দাঁতচাপা লড়াই ৷ অক্ষর 42 রান করে ফিরতেই ম্যাচ হাতের বাইরে বেরিয়ে যায় ৷ শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান, তানজিম হাসানদের দাপটে 6 রানে ম্যাচ জিতে নিল বাংলাদেশ ৷ 3টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর, তানজিম ৷
রোহিত শর্মা, কেএল রাহুলদের ব্যর্থতার মঞ্চে উজ্জ্বল শুভমন গিল ৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের 5 নম্বর সেঞ্চুরি করে ফেললেন ‘মেন ইন ব্লু’র তরুণ তুর্কি ৷ বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত শতরান করলেন পঞ্জাবী তনয় ৷ এশিয়া কাপ সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট ৷ বাংলাদেশের দেওয়া 266 রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যর্থ ভারতের টপ অর্ডার ৷
শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়েছে ভারত ৷ শূন্য রানে ফিরেছেন রোহিত ৷ রাহুলের অবদান 19 রান ৷ ঈষান ক্রিজ ছেড়েছেন ব্যক্তিগত 5 রানের মাথায় ৷ পাটা উইকেটে কার্যত আগুন ঝরাচ্ছেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবরা ৷ সেসব সামলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা ভালো মতোই করে গিয়েছেন গিল ৷ 118 বলে শতরান করছেন ৷ শেষ পর্যন্ত মেহেদি হাসানের বলে ফিরতে হয়েছে ডাগ-আউটে ৷ শুভমনের এদিনের 133 বলে 121 রানের ইনিংসটি সাজানো 8টি চার ও 5টি ছয়ে ৷