মুম্বই, 17 জানুয়ারি:নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরুর আগেরদিন ভারতীয় শিবিরে দুঃসংবাদ ৷ পিঠের চোটে কাবু শ্রেয়স আইয়ার ছিটকে গেলেন তিন ম্যাচের সিরিজ থেকে (Shreyas Iyer ruled out of ODI series against New Zealand) ৷ ইতিমধ্যেই নাইট অধিনায়কের পরিবর্ত হিসেবে রজত পতিদারকে ডেকে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (Rajat Patidar replaces Shreyas Iyer in the squad) ৷
মঙ্গলবার দুপুরে ওয়েবসাইটে এক বিবৃতি জারি করে শ্রেয়সের ছিটকে যাওয়ার খবরটি জানিয়েছে ৷ বিসিসিআই জানিয়েছে, পিঠের চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনম্যাচের ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার ৷ আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রি-হ্যাবের জন্য যাবেন তিনি ৷ নির্বাচক কমিটি পরিবর্ত হিসেবে রজত পতিদারের নাম ঘোষণা করেছে ৷ আগামিকাল হায়দরাবাদে টম ল্যাথাম নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই-তে মুখোমুখি টিম ইন্ডিয়া (India to face NZ in first ODI tomorrow) ৷
সিরিজের পরবর্তী দু'টো ম্যাচ যথাক্রমে অনুষ্ঠিত হবে রায়পুর এবং ইন্দোরে ৷ শ্রেয়স ছিটকে যাওয়ার অর্থ আরেক মুম্বইকর সূর্যকুমার যাদব 50 ওভারের ফরম্যাটে একাদশে জায়গা পাকা করতে তিন ম্যাচ হাতে পাচ্ছেন ৷ নাইট অধিনায়কের কারণেই সদ্য-সমাপ্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনম্যাচের সিরিজের সবক'টিতেই বেঞ্চে কাটাতে হয়েছিল তাঁকে ৷ শ্রেয়সও যে নিজেকে খুব একটা নিজেকে প্রমাণ করেছেন তেমনটা নয় ৷ দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাট হাতে তিন ম্যাচে তাঁর রান ছিল যথাক্রমে 28, 28 এবং 38 ৷