নয়াদিল্লি, 11 জুন : শ্রীলঙ্কা সফরে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন ৷ এতে গর্বিতবোধ করছেন ভারতীয় দলের 'গব্বর' শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ৷ গতকাল বিসিসিআইয়ের তরফে শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে ৷ তাতে শিখর ধাওয়ানকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে জাতীয় নির্বাচকরা ৷ মেন ইন ব্লু-র অধিনাকত্বের সুযোগ পেয়ে আপ্লুত ধাওয়ান ৷ টুইট করে নিজের মনোভাব ব্যক্ত করেছেন ধাওয়ান ৷
বিরাট কোহলির অনুপস্থিতিতে সীমিত ওভারের ফরম্যাটে সাধারণত নেতৃত্ব দিয়ে থাকেন রোহিত শর্মা ৷ এই মুহূর্তে বিরাট ও রোহিত দু‘জনই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ইংল্যান্ডে রয়েছেন ৷ তার মধ্যেই শ্রীলঙ্কা সফরের জন্য যাচ্ছে ভারতীয় দল ৷ এই সফরের জন্য ইংল্যান্ড থেকে কাউকে আসতে হচ্ছে না ৷ বরং একঝাঁক নতুন ক্রিকেটারকে নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত ৷ তার মধ্যে রয়েছেন আইপিএলে খেলা কয়েকটি পরিচিত মুখ ৷ আর এইসব নবাগতকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ শিখর ধাওয়ান ৷
দল ঘোষণার পর শুভেচ্ছায় ভেসে গিয়েছেন ধাওয়ান ৷ জাতীয় দলের জার্সি গায়ে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অর্জন করবেন ৷ একেবারে নতুন দায়িত্ব ৷ তার আগে টুইটারে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে লিখলেন, "দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত ৷ আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ ৷" শ্রীলঙ্কা সফরে শিখর ধাওয়ানকে অধিনায়ক করা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল ৷ গতকাল তাতে সিলমোহর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷