সেঞ্চুরিয়ন, 30 ডিসেম্বর:চোট-আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া ৷ এরইমাঝে শনিবার আরও একটি খারাপ খবর রোহিত শর্মার দলের জন্য ৷ তালিকা দীর্ঘায়িত করে চোট পেলেন অলরাউন্ডার শার্দূল ঠাকুর ৷ শার্দূলের এই চোটের জেরে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরের চিন্তা যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য ৷ চোটের জেরে আগেই দল থেকে বাদ পড়েছেন ঈশান কিষাণ, মহম্মদ শামিরা ৷ এবার সেই তালিকায় যোগ হতে পারে আরও একটি নাম ৷
প্রথম টেস্টে হেরে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের আশা এমনিতেই শেষ হয়ে গিয়েছে ভারতীয় দলের ৷ এখন দ্বিতীয় টেস্টে জয় তুলে নিতে পারলে অন্তত সিরিজ হার বাঁচাতে পারবে রোহিত শর্মার দল ৷ কিন্তু দ্বিতীয় টেস্টের আগে দলের অলরাউন্ডের চোটে আরও ব্যাকফুটে রাহুল দ্রাবিড়ের ছেলেরা ৷ 3 জানুয়ারি কেপটাউনে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট ৷ শার্দূলের চোট কতটা গুরুতর তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ স্ক্যানিংয়ের পর তা নিয়ে নিশ্চয়তা মিলবে ৷ তবে নেট সেশনে তিনি এদিন বোলিং করতে পারেননি ৷