পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Shane Warne Passes Away : প্রয়াত স্পিনের জাদুকর শেন কিথ ওয়ার্ন - SHANE WARNE

24 ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেট দ্বিতীয় কিংবদন্তিকে হারাল ৷ গ্রেট রড মার্শ গত সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এদিন সকালে মারা যান। রড মার্শের প্রয়াণে টুইটারে শোক প্রকাশ করেন ওয়ার্ন (Shane Warne Passes Away) ৷ কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে তিনিও পরলোকে মার্শের সঙ্গী হন ৷

Shane Warne Dies
প্রয়াত শেন ওয়ার্ন

By

Published : Mar 4, 2022, 7:48 PM IST

Updated : Mar 4, 2022, 9:11 PM IST

ব্যাংকক, 4 মার্চ : প্রয়াত কিংবদন্তি লেগস্পিনার শেন কিথ ওয়ার্ন (Shane Warne passes away) ৷ মাত্র 52 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল স্পিনের জাদুকরের ৷ শনিবার সকালে মারা যান আরও এক অজি কিংবদন্তি ক্রিকেটার রডনি মার্শ ৷ তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন ৷ তবে স্পিনের জাদুকরের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব ৷

অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেগ স্পিনার শেন ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থার তরফে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে এই খবর জানানো হয় ৷ থাইল্যান্ডের কোহ সামুইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তি এই ক্রিকেটার। বিবৃতিতে বলা হয়েছে, "শেনকে তাঁর ভিলায় অসাড় অবস্থায় পাওয়া যায় ৷ চিকিৎসা কর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷"

15 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে নানান স্মৃতি ছড়িয়ে রয়েছে লেগ-স্পিনের এই জাদুকরের ৷ 708টি টেস্ট উইকেট নিয়ে বিশ্বক্রিকেটে বন্দিত হয়েছেন শেন ৷ অস্ট্রেলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক তিনি ৷ বিশ্বের মধ্যে মুথাইয়া মুরলীধরনের পর সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকার করেছেন শেন কিথ ওয়ার্ন ৷ শতাব্দীর সেরা ডেলিভারিতে মাইক গ্যাটিংকে বোল্ড করে বিশ্বক্রিকেট বন্দিত হন কিংবদন্তি এই লেগ-স্পিনার ৷

আরও পড়ুন :Rod Marsh Died : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অজি কিংবদন্তি রড মার্শ

24 ঘন্টার মধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেট দ্বিতীয় কিংবদন্তিকে হারাল ৷ গ্রেট রড মার্শ গত সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এদিন সকালে মারা যান তিনি। সকালে রড মার্শের প্রয়াণে টুইটারে শোকপ্রকাশ করেছিলেন ওয়ার্ন। তিনি লেখেন, "রড মার্শ প্রয়াত হওয়ার খবরে আমি মর্মাহত। উনি ক্রিকেটের কিংবদন্তি ছিলেন। বহু তরুণ ছেলেমেয়ের ক্রিকেটারের অনুপ্রেরণা ছিলেন। রড ক্রিকেটের যত্ন করতেন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেক কিছু দিয়েছেন। ওঁর পরিবারকে অনেক অনেক ভালবাসা।"

গত বৃহস্পতিবার কুইন্সল্যান্ডে একটি চ্যারিটি ম্যাচে যোগ দেওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে ৷ আর ফেরা হল না জীবনের বাইশ গজে ৷ 74 বছর বয়সে প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি রড মার্শ (Aussie Cricket Legend Rod Marsh dies aged 74) ৷ অ্যাডিলেডের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ব্যাগি গ্রিন মাথায় 96টি টেস্ট খেলা মার্শ (Rod Marsh played 96 test matches for Australia) ৷ আর এর কয়েক ঘণ্টার মধ্যে নিজের ইনিংস শেষ করে পরলোকে মার্শের সঙ্গে জুটি বাঁধলেন ওয়ার্ন ৷

Last Updated : Mar 4, 2022, 9:11 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details