আমেদাবাদ, 12 মার্চ: 40 সপ্তাহের প্রতীক্ষার অবসান ৷ প্রতীক্ষার অবসান শুধু বিরাট কোহলির জন্য নয় ৷ প্রতীক্ষার অবসান হয়তো ক্রিকেট দেবতারও ৷ যে খেলার সবচেয়ে সুকৌশলী ব্যক্তিটিকে আবারও তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য দীর্ঘ 40 সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে ৷ ক্রিকেটের সবচেয়ে প্রাচীন এই ফরম্যাটে 28 তম সেঞ্চুরি করতে বিরাটকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ৷ এ দিন 241 বলে সেঞ্চুরি করেন বিরাট (Virat Kohli Century) ৷ নাথান লায়নের বল মিড উইকেটে ঠেলে দিয়ে সিঙ্গল নিয়ে সেঞ্চুরি করেন তিনি (Shades of Sachin Tendulkar Epic 241) ৷
কিন্তু, এই সেঞ্চুরির পর কোনও উচ্ছ্বাস প্রকাশ করেননি বিরাট ৷ ছিল না তাঁর চিরাচরিত ভঙ্গিতে শূন্যে লাফ, না-ছিল ছাতি চাপড়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের দম্ভ ৷ যা ছিল, তা শুধু শান্তির হাসি ৷ ড্রেসিং রুম এবং মাঠে উপস্থিত দর্শকদের অভিবাদন জানিয়ে সঙ্গে থাকা স্ত্রীর স্মৃতিকে (বাগদানের আংটি) চুম্বন ৷ ট্রেডমার্ক সেলিব্রেশন বলতে শেষের টুকুই ৷ এটাই বিরাট কোহলি 2.0 ৷ যিনি আগের থেকে অনেক শান্ত-অনেক সংযমী ৷ এ দিন টড মর্ফির বলে যখন মিড উইকেট বাউন্ডারিতে ক্লান্ত শট খেলে আউট হন বিরাট, তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে 186 রান ৷ আর স্কোর বোর্ড বলছে, অজিদের প্রথম ইনিংসের থেকে ভারত 91 রানে এগিয়ে ৷
সচিনের সিডনির একাগ্রতা:
এত গেল রবিবারের ‘বিরাট কাহিনী’ ৷ কিন্তু, টেস্ট ক্রিকেটে সেঞ্চুরিয়ন বিরাটের ইনিংসে ছিল তাঁর আদর্শ সচিনের ছায়া ৷ আরও নির্দিষ্ট করে বললে, 2004 সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজিদের বিরুদ্ধেই সচিনের করা 241 রানের প্রতিছবি ৷ এই ইনিংসে বিরাটের তাঁর নিজের মতো যতটা না লেগেছে ৷ তাঁর থেকে আরও বেশি করে সচিন তেন্ডুলকরের ছায়া তাঁর মধ্যে দেখা গিয়েছে ৷ যে ইনিংসে একাগ্রতার সঙ্গে ব্রেট লি-র নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ান বোলিংকে অন-সাইডে শাসন করে 241 রানের কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার ৷