পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rohit Lifts Virat: বিরাটকে কাঁধে তুলে জয় উদযাপন রোহিতের, আবেগের বাঁধ ভাঙল নেটপাড়ার - Virat Kohli

'পাক বধ'-এর দিনে বর্তমান অধিনায়কের কাঁধে চড়ে প্রাক্তনের সেলিব্রেশন অচিরেই সেরা বিজ্ঞাপন হয়ে রইল ভারতীয় ক্রিকেটের ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বিরাটের (Virat Kohli) প্রতি শ্রদ্ধা অটুট 'হিটম্যান'-এর (Rohit Sharma) ৷ মুম্বইকর বললেন, "হ্যাটস অফ টু কোহলি ৷ এই ইনিংস ওর ব্যক্তিগত সেরা না-হলেও ভারতের হয়ে খেলা সেরা ইনিংস তো অবশ্যই ৷"

Rohit Lifts Virat
বিরাটকে কাঁধে তুলে মেলবোর্নে জয় উদযাপন রোহিতের

By

Published : Oct 23, 2022, 10:45 PM IST

মেলবোর্ন, 23 অক্টোবর: ছুটে এলেন ৷ কিছুটা ঝুঁকলেন ৷ তারপর বিরাট কোহলিকে কাঁধে তুলে নিয়ে ঘুরলেন কয়েক পাক ৷ ন্যাটওয়েস্ট জয়ের পর প্যাভিলিয়ন থেকে নেমে যুবরাজ সিং'য়ের কোলে যেভাবে লাফিয়ে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ খানিকটা সেই ঢং'য়েই এদিন দলের বিশ্বস্ত সেনানীকে কাঁধে তুলে রোহিত যেন বাকি ক্যাপ্টেনদের বার্তা দিয়ে রাখলেন এই বলে যে, "সাবধান ৷ আমার আস্তিনের সেরা তাসটা আবারও ছন্দ ফিরে পেয়েছে ৷" কোহলিকে কাঁধে নিয়ে রোহিতের সেলিব্রেশনের সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ল নেটপাড়ায় ৷ ভাঙল আবেগের বাঁধ (Rohit Sharma celebrates win lifting Virat Kohli at MCG went viral) ৷

তার কারণও রয়েছে যথেষ্ট ৷ এই তো গতবছর টি-20 বিশ্বকাপের পর অধিনায়ক পদ থেকে বিরাটের সরে দাঁড়ানো ৷ এরপর একে একে বাকি দুই ফরম্যাটেও অধিনায়কত্ব থেকে সরে যাওয়া বা অপসারণের ঘটনায় রোহিতের (Rohit Sharma) সঙ্গে এক অদৃশ্য বিভাজন তৈরি হয়েছিল বিরাটের (Virat Kohli) ৷ বলা ভালো তৈরি করা হয়েছিল সেই বিভাজন ৷ বিরাট বারংবার বলেও এসেছেন যে, রোহিতের সঙ্গে আমার সম্পর্ক খারাপ কেবল কতিপয় মিডিয়ার কাছে ৷ আদতে তাঁরা দু'জনে একে অপরের বিশ্বস্ত ৷ এতদিন বিশেষ কিছু বলতে শোনা না-গেলেও রোহিত মেলবোর্নে এদিন কোহলির সেই কথাকে কেবল সমর্থনই করলেন না, সপাটে চড় দিলেন নিন্দুকদের ৷

আর 'পাক বধ'-এর দিনে বর্তমান অধিনায়কের কাঁধে চড়ে প্রাক্তনের সেলিব্রেশন অচিরেই সেরা বিজ্ঞাপন হয়ে রইল ভারতীয় ক্রিকেটের ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বিরাটের প্রতি শ্রদ্ধা অটুট 'হিটম্যান'-এর ৷ মুম্বইকর বললেন, "হ্যাটস অফ টু কোহলি ৷ এই ইনিংস ওর ব্যক্তিগত সেরা না-হলেও ভারতের হয়ে খেলা সেরা ইনিংস তো অবশ্যই ৷"

আরও পড়ুন:মেলবোর্নের ইনিংসটাই তোমার জীবনের সেরা, কোহলিকে বললেন সচিন

160 রান তাড়া করতে নেমে এদিন 31 রানে 4 উইকেট হারিয়ে একসময় আইসিইউ-তে চলে গিয়েছিল টিম ইন্ডিয়া ৷ এরপরই 'বিরাট ম্যাজিক'-এর সাক্ষী হয় মেলবোর্ন ৷ পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে 113 রানের জুটি বেঁধে 82 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কোহলি (Kohli played match winning 82 runs knock) ৷ লাস্ট বল থ্রিলারে পাকিস্তানের বিরুদ্ধে গত বিশ্বকাপে হারের বদলা নিল ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details