মেলবোর্ন, 23 অক্টোবর: ছুটে এলেন ৷ কিছুটা ঝুঁকলেন ৷ তারপর বিরাট কোহলিকে কাঁধে তুলে নিয়ে ঘুরলেন কয়েক পাক ৷ ন্যাটওয়েস্ট জয়ের পর প্যাভিলিয়ন থেকে নেমে যুবরাজ সিং'য়ের কোলে যেভাবে লাফিয়ে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ খানিকটা সেই ঢং'য়েই এদিন দলের বিশ্বস্ত সেনানীকে কাঁধে তুলে রোহিত যেন বাকি ক্যাপ্টেনদের বার্তা দিয়ে রাখলেন এই বলে যে, "সাবধান ৷ আমার আস্তিনের সেরা তাসটা আবারও ছন্দ ফিরে পেয়েছে ৷" কোহলিকে কাঁধে নিয়ে রোহিতের সেলিব্রেশনের সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ল নেটপাড়ায় ৷ ভাঙল আবেগের বাঁধ (Rohit Sharma celebrates win lifting Virat Kohli at MCG went viral) ৷
তার কারণও রয়েছে যথেষ্ট ৷ এই তো গতবছর টি-20 বিশ্বকাপের পর অধিনায়ক পদ থেকে বিরাটের সরে দাঁড়ানো ৷ এরপর একে একে বাকি দুই ফরম্যাটেও অধিনায়কত্ব থেকে সরে যাওয়া বা অপসারণের ঘটনায় রোহিতের (Rohit Sharma) সঙ্গে এক অদৃশ্য বিভাজন তৈরি হয়েছিল বিরাটের (Virat Kohli) ৷ বলা ভালো তৈরি করা হয়েছিল সেই বিভাজন ৷ বিরাট বারংবার বলেও এসেছেন যে, রোহিতের সঙ্গে আমার সম্পর্ক খারাপ কেবল কতিপয় মিডিয়ার কাছে ৷ আদতে তাঁরা দু'জনে একে অপরের বিশ্বস্ত ৷ এতদিন বিশেষ কিছু বলতে শোনা না-গেলেও রোহিত মেলবোর্নে এদিন কোহলির সেই কথাকে কেবল সমর্থনই করলেন না, সপাটে চড় দিলেন নিন্দুকদের ৷