পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rishabh Pant: 'ক্রাচ হাতে হাঁটছেন', দুর্ঘটনার পর প্রথমবার প্রকাশ্যে টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার - Rishabh Pant Shares First Images Of Walking

দুর্ঘটনার দেড় মাস পর প্রকাশ্যে এলেন ঋষভ পন্ত । সোশাল মিডিয়ায় নিজের ছবি দিয়ে বুঝিয়ে দিলেন, সুস্থ হচ্ছেন । ছবিতে দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে, ক্রাচের সাহায্যে হাঁটছেন তিনি (Rishabh Pant Shares First Images Of Walking Since Car Crash)।

Rishabh Pant
চোট কাটিয়ে সেরে উঠছেন ঋষভ পন্ত

By

Published : Feb 10, 2023, 9:37 PM IST

Updated : Feb 11, 2023, 10:51 AM IST

চোট কাটিয়ে সেরে উঠছেন ঋষভ পন্ত

দেরাদুন, 10 ফেব্রুয়ারি: ক্রমশ সুস্থ হয়ে উঠছেন ঋষভ পন্ত (Rishabh Pant)। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার । চিকিৎসা চলার প্রায় দেড় মাস পর প্রকাশ্যে এলেন পন্ত । এদিন সোশাল মিডিয়ায় নিজের দু'টি ছবি শেয়ার করেছেন তিনি । পরনে সাদা টি-শার্ট এবং কালো শর্টস । তাতে দেখা যাচ্ছে, ক্রাচের সাহায্যে হাঁটছেন তিনি । ডান পায়ে প্লাস্টার, ফুলে রয়েছে পায়ের চেটো । ডান হাতেও ব্যান্ডেজ বাঁধা (Rishabh Pant Shares First Images Of Walking) ।

ক্যাপশনে দলের তারকা খেলোয়াড় লিখেছেন, 'এক ধাপ এগিয়ে যাওয়া । এক ধাপ শক্তিশালী হওয়া । ভালো হয়ে ওঠার পথে এক ধাপ ।' 30 ডিসেম্বর উত্তরাখণ্ডে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন তিনি । ড্রাইভিং সিটে থাকা ঋষভের গাড়ি তীব্র গতিতে ধাক্কা মেরেছিল ডিভাইডারে । ঘটনার পরেই আগুন লেগে যায় পন্তের গাড়িতে । কোনওরকমে প্রাণে বাঁচেন জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ।

তারপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি । তাঁর চিকিৎসার সমস্ত দায়িত্ব তুলে নিয়েছে উত্তরাখণ্ড সরকার, বিবিসিআই । দুর্ঘটনার 17 দিন পর প্রথমবার সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি । দিল্লি-দেরাদুন হাইওয়েতে দুর্ঘটনার কবল থেকে ঋষভ পন্তকে উদ্ধার করেছিলেন রজত কুমার এবং নিশু কুমার ৷ দুর্ঘটনার পর প্রথম সোশাল মিডিয়া পোস্টে দুই ব্যক্তির ছবি পোস্ট করে ভারতীয় ক্রিকেটার লিখেছিলেন, "আপনাদের কাছে আমি আজীবন ঋণী ৷" তারপরেই এবার নিজের ছবি দিয়ে বুঝিয়ে দিলেন, সুস্থ হচ্ছেন ।

আরও পড়ুন: 'আজীবন ঋণী', দুর্ঘটনার পর প্রথম পোস্টে দুই উদ্ধারকারীর সঙ্গে পরিচয় করালেন পন্ত

অন্যদিকে, বেশ কয়েকদিনের জন্য মাঠ থেকে ছিটকে গিয়েছেন পন্ত । প্রাক্তন ক্রিকেটার, ডাক্তাররা বলছেন, আগের ফর্ম তো দূরের কথা । মাঠে ফিরতেই বছর লেগে যাবে । বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শ্রীকর ভরত । নাগপুর টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হলেও দস্তানা হাতে ভরসা জুগিয়েছেন তিনি ।

Last Updated : Feb 11, 2023, 10:51 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details