চেন্নাই, 30 নভেম্বর: গ্রুপ পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে ফাইনালে ভারতই ছিল ফেভারিট ৷ তার পরও আইসিসি পুরুষদের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতকে ৷ গত 19 নভেম্বরের সেই রাতে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোহিত শর্মার চোখে জল ধরা পড়েছিল ক্যামেরায় ৷ কিন্তু ড্রেসিংরুমে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন ৷ ভারতের অধিনায়কের মতো হারের ধাক্কায় চোখের জল সামলাতে পারেননি দলের তারকা ব্যাটার বিরাট কোহলিও ৷ এমনটাই জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷
এবারের বিশ্বকাপে অক্ষর প্যাটেলের চোটের কারণে শেষমুহূর্তে দলে আসেন অশ্বিন ৷ চেন্নাইয়ে প্রথম ম্যাচে তিনি প্রথম এগারোয় জায়গা পেয়েছিলেন ৷ তবে আর কোনও ম্যাচে সুযোগ পাননি ৷ প্রতিযোগিতা শেষ হওয়ার পর প্রাক্তন ক্রিকেটার সুব্রহ্মণ্যম বদ্রীনাথের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন ভারতের এই তারকা অফ স্পিনার ৷ সেখানেই তিনি ড্রেসিংরুমের এই হৃদয় বিদারক পরিস্থিতির কথা তুলে ধরেন ৷
অশ্বিন বলেন, "হ্যাঁ, আমরা ব্যথা অনুভব করছিলাম । রোহিত এবং বিরাট কান্নায় ভেঙে পড়েছিলেন এবং এটি দেখে খারাপ লাগছিল । যাই হোক, এটি হওয়ার উচিত ছিল না । এই দলটি একটি অভিজ্ঞ দল ছিল এবং সবাই জানত কী করতে হবে ।" উল্লেখ্য, সেদিন বিশ্বকাপের ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ম্যাচের পর তিনি ভারতের ড্রেসিংরুমে যান ৷ তিনিও সেখানে খেলোয়াড়দের মনোবল বৃদ্ধির চেষ্টা করেন ৷
অথচ পুরো প্রতিযোগিতাতেই ভারত দারুণ পারফর্ম করেছে ৷ ব্যাট হাতে বিরাট ও রোহিতের পারফরম্যান্স ছিল দুর্দান্ত ৷ এই নিয়ে রোহিতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অশ্বিন ৷ ব্যাটার রোহিতের পাশাপাশি অধিনায়ক রোহিতেরও প্রশংসা শোনা গিয়েছে তাঁর গলায় ৷ তিনি বলেন, "আপনি যদি ভারতীয় ক্রিকেটের দিকে তাকান, সবাই আপনাকে বলবে যে এমএস ধোনি সেরা অধিনায়ক । কিন্তু, রোহিত শর্মা একজন অসামান্য ব্যক্তি, এবং তিনি দলের প্রতিটি খেলোয়াড়কে বোঝেন ৷ তিনি আমাদের প্রত্যেকের পছন্দ-অপছন্দ জানেন এবং আমাদের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়া থাকে । তিনি প্রতিটি খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করেন ।"
পুরো প্রতিযোগিতায় তাঁর মতো অফ স্পিনারকে কেন একটা ম্যাচ খেলানো হল, এটা নিয়ে কি কোনও রোহিতের সঙ্গে হয়েছে, অশ্বিনকে এই প্রশ্নের সম্মুখীনও হতে হয় ৷ উত্তরে অশ্বিন বলেন, ‘‘ফাইনালে আমার খেলার প্রশ্নের প্রেক্ষিতে বলতে পারি টিম কম্বিনেশনই আসল এবং বাকি সবকিছুই গৌণ ।’’ রোহিতের জায়গায় থাকলে তিনি এটাই করতেন বলে অশ্বিন জানিয়েছেন ৷ সেই কারণে ফাইনালে খেলার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ডাগ আউটে বসে দলকে উদ্ভুদ্ধ করার জন্যও নিজেকে প্রস্তুত রেখেছিলেন বলে অশ্বিন দাবি করেছেন ৷
(সংবাদসংস্থা: পিটিআই)
আরও পড়ুন:
- 'রোহিতকে সেঞ্চুরি শেখানোর দরকার নেই', অধিনায়কের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত অশ্বিনের
- 'প্রধানমন্ত্রী সঙ্গে থাকলে আত্মবিশ্বাস বাড়ে', ড্রেসিংরুম-সাক্ষাৎ প্রসঙ্গে বললেন শামি
- 'শুধরে যাও', পাকিস্তানি সমালোচকদের সতর্ক করলেন শামি