দুবাই, 15 ফেব্রুয়ারি: আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বোলারদের (ICC Test Bowling Rankings) তালিকায় একলাফে দ্বিতীয় স্থানে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ নাগপুর টেস্টে দুই ইনিংস মিলিয়ে 8 উইকেট নিয়েছেন অশ্বিন ৷ বিশেষত, দ্বিতীয় ইনিংসে তাঁর 5 উইকেটের বিধ্বংসী স্পেলে মাত্র 91 রানে অল আউট হয়ে যায় অজিরা ৷ পাশাপাশি, 5 মাস পর ক্রিকেট মাঠে ফিরে রবীন্দ্র জাদেজাও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ৷ প্রথম ইনিংসে 5 উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও 2 উইকেট নেন তিনি ৷ ফলে 16 ধাপ উঠে এসেছেন ৷
অশ্বিন এবং জাদেজা দু’জনে মিলে নাগপুরে বর্ডার-গাভাসকার ট্রফি (Border-Gavaskar Trophy)-র প্রথম টেস্টে দুই ইনিংসে মোট 15 উইকেট নিয়েছিলেন ৷ যার জেরে ইনিংস ও 132 রানে সেই ম্যাচ জেতে ভারত ৷ তৃতীয় দিনের চা-বিরতির আগেই অশ্বিনের অফ স্পিনের জালে ফেঁসে যায় অজি ব্যাটাররা ৷ পরিস্থিতি এমন দাঁড়ায় যে, চা-বিরতি আগে অতিরিক্ত 30 মিনিট খেলার সময় বাড়িয়ে দেওয়া হয় ৷ কিন্তু, 15 মিনিটের মধ্যে বাকি 2 উইকেট ফেলে খেলা শেষ করে দেয় ভারতীয় বোলাররা ৷
অশ্বিন প্রথম ইনিংসে 42 রান দিয়ে 3 উইকেট নেন এবং দ্বিতীয় ইনিংসে 37 রানে 5 উইকেট নিয়ে অজিদের ম্যাচ থেকে ছিটকে দেন ৷ এই মুহূর্তে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে অশ্বিন 846 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছেন (Ravichandran Ashwin Rises to 2nd Spot in ICC) ৷ 1 নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৷ তাঁর পয়েন্ট 867 ৷ কিন্তু, এই সিরিজ শেষ হওয়ার পর পরিসংখ্যান বদলে ব়্যাঙ্কিংয়ের তালিকাও বদলে যেতে পারে ৷ আর এই বদলের সম্ভাবনা প্রবল ৷
আরও পড়ুন:আরসিবি উইমেনসের মেন্টর হলেন সানিয়া মির্জা
এই মুহূর্তে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে অশ্বিন বাদে প্রথম দশে রয়েছেন জসপ্রীত বুমরা ৷ গত জুলাই মাস থেকে মাঠের বাইরে থাকলেও পয়েন্ট সংখ্যা ভালো থাকায় তিনি 5 নম্বরে রয়েছেন ৷ অন্যদিকে, ভারত অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরির পর ব্যাটারদের টেস্ট ব়্যাঙ্কিংয়ে দু’ধাপ উঠে 10 থেকে 8 এসেছেন ৷ সেখানে ডেভিড ওয়ার্নার 6 ধাপ নেমে গিয়েছেন ৷ ওয়ার্নার 20 নম্বরে রয়েছেন ৷ আরেক অজি ওপেনার উসমান খোয়াজা দু’ধাপ নেমে 10 নম্বরে রয়েছেন ৷