কলকাতা, 9 অক্টোবর: দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে যে বদল হচ্ছে, তা গতকালই জানিয়েছিলেন রোহিত শর্মা ৷ এবার জল্পনা, সেই বদলটা কি 37 বছরের রবিচন্দ্রন অশ্বিন ? কারণ, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পাটা উইকেটে দলের কম্বিনেশন কী হবে ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ৷ দলের প্রত্যেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারফর্ম করেছেন ৷ ফলে কাকে ছেড়ে, কাকে দলে রাখবেন ? সেটাই বড় মাথা ব্যাথা হতে চলেছে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের জন্য ৷
অজিদের দু’শো রানের মধ্যে আটকে রাখার কৃতিত্ব কিছুটা যেমন চিপকের পিচের রয়েছে ৷ তেমনি অধিকাংশটা ভারতীয় স্পিন ত্রয়ীরও ৷ কারণ, সেই পিচেই অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা ব্যর্থ ৷ তাই ভারতের তিন স্পিনার যে নিজেদের যোগ্যতায় সেখানে সফল, তা বলাই যায় ৷ কিন্তু, দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে তা হবে না ৷ অন্তত, কয়েকদিন আগের দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচ দেখার পর তো নয়ই ৷ যে ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান হয়েছে দুই ইনিংস মিলিয়ে (754 রান) ৷
সেই পিচে কাকে বসাবে টিম ম্যানেজমেন্ট ? কারণ, অশ্বিন (10 ওভারে 1 উইকেট নিয়ে 34 রান), কুলদীপ (42 রান দিয়ে 2 উইকেট) এবং জাদেজা 28 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন চেন্নাইয়ে ৷ সেখানে দিল্লিতে আফগানদের বিরুদ্ধে প্রথম একাদশ বাছা সবচেয়ে কঠিন হবে রোহিত-রাহুলের জন্য ৷ তবে, একটা বিষয় হল কোটলার পিচে ভারত তিন স্পিনারকে খেলালেও কোনও বিশেষ ফারাক হয়তো আসবে না ৷ কারণ, সেখানে পুরোটাই নির্ভর করছে ভারতীয় ব্যাটারদের উপর ৷