পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Bengal vs Jharkhand Preview : ব্যক্তি নয়, নকআউটে বাংলার দলগত পারফরম্যান্সে জোর; বার্তা অরুণলালের

রণজি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলতে নামছে বাংলা (Ranji Trophy Quarter-Final Bengal vs Jharkhand Preview) ৷ বেঙ্গালুরুতে এই ম্যাচে ব্যক্তি নির্ভর নয় ৷ বরং দলগত পারফরম্যান্সে জোর দিচ্ছেন কোচ অরুণলাল ৷ অনুষ্টুপ মজুমদারকে চার নম্বরে খেলানোর পরিকল্পনা বাংলার টিম ম্যানেজমেন্টের ৷

Bengal vs Jharkhand Preview
Bengal vs Jharkhand Preview

By

Published : Jun 6, 2022, 9:56 AM IST

কলকাতা, 6 জুন : দলের প্রয়োজনে চার নম্বরে ব্যাট করতে রাজি অনুষ্টুপ মজুমদার ৷ শেষবার রণজি ট্রফি (Ranji Trophy) ফাইনালে বাংলার যোগ্যতা-অর্জনের পিছনে প্রধান কারিগরের ভূমিকা পালন করেছিলেন তিনি ৷ সেবার ছ'নম্বরে ব্যাট করা অনুষ্টুপের সঙ্গে শাহবাজ আহমেদের জুটি একাধিকবার বাংলার জয়ে অবদান রেখেছিল ৷ তবে এবার রণজির কোয়ার্টার ফাইনালে অনুষ্টুপ ব্যাট করবেন চার নম্বরে ৷

বেঙ্গালুরুতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলার 24 ঘণ্টা আগে টপ ব্যাটিং-অর্ডারে পরিবর্তন করছে বাংলা (Ranji Trophy Quarter-Final Bengal vs Jharkhand Preview) ৷ অনুষ্টুপকে চার নম্বরে পাঠিয়ে মনোজ তিওয়ারিকে ছয় নম্বরে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অনুষ্টুপ নিজে বলছেন দলের প্রয়োজনে যে কোনও জায়গায় ব্যাট করতে রাজি তিনি ৷ যে কোনও দায়িত্ব পালনেও যে পিছপা নন, তা মনে করিয়ে দিয়েছেন ৷

এই মুহূর্তে বাংলার বোলিং শক্তি রণজির অন্যান্য দলগুলির মধ্যে সেরা বলেই মনে করছে বিশেষজ্ঞরা ৷ ঈশান পোড়েল, আকাশদীপ, মুকেশ কুমারা নিজের দিনে যে কোনও প্রতিপক্ষের কাছে দুঃস্বপ্ন ৷ সঙ্গে শাহবাজ আহমেদের অলরাউন্ড পারফরম্যান্সও বাংলার অন্যতম চালিকাশক্তি ৷ কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলতে নামার আগে কোচ অরুণলাল বলেছেন, "প্রতিপক্ষ হিসেবে ঝাড়খণ্ড যথেষ্ট শক্তিশালী ৷ দিল্লির মত প্রতিপক্ষকে সামলে শেষ চারে এসেছে ৷ তাই হালকাভাবে নেওয়ার জায়গা নেই ৷" মাঝের সময়ে দলগঠনে ঋদ্ধিমান সাহাকে দলে রাখা নিয়ে বিতর্ক তৈরি হলেও এখন সবকিছু অতীত ৷

আরও পড়ুন : New Eden: নতুন ইডেন গড়বে সিএবি, মিলল জমি

বাংলা দল রণজি ট্রফির প্রাথমিক পর্বে লড়াকু পারফরম্যান্সের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে ৷ দলের লড়াকু মনোভাবে আস্থা রাখছেন কোচ অরুণলাল ৷ বলছেন, "আমাদের প্রস্তুতি ভাল হয়েছে ৷ দলের প্রতিটি ক্রিকেটার প্রচুর পরিশ্রম করেছে ৷ প্রত্যেকে সেরাটা দিতে মুখিয়ে রয়েছে ৷ লাল বলে অভ্যস্ত হতে আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি ৷ উইকেটের সঙ্গে থিতু হতে দশদিন আগে এখানে চলে এসেছি আমরা ৷ উইকেটে বাউন্স, ঘাস দুই'ই রয়েছে ৷ কলকাতার যে উইকেটে আমরা খেলেছি তার তুলনায় এখানকার উইকেটের ফারাক রয়েছে ৷ তাই প্রথম একাদশ গড়তে আমরা ম্যাচের দিন পর্যন্ত অপেক্ষা করতে চাই ৷ তিন জন পেসার প্রথম একাদশে থাকবে ৷ তবে স্পিনার না আরেকজন পেসার খেলাব তা ম্যাচের আগে ঠিক করব ৷"

ব্যাটার এবং বোলারদের এমন দুরন্ত ভারসাম্য সাম্প্রতিক অতীতে দেখা যায়নি ৷ প্রাথমিক পর্বে ব্যক্তি নির্ভরতা নয়, দল হিসেবে পারফরম্যান্স করেছে বাংলা দল ৷ নক-আউটেও দলগত পারফরম্যান্সে আস্থা রাখছেন অরুণলাল ৷

ABOUT THE AUTHOR

...view details