পশ্চিমবঙ্গ

west bengal

Ranji Trophy 2022-23: দুর্দান্ত কামব্যাকে উত্তরপ্রদেশের বিরুদ্ধে 6 উইকেটে জয় বাংলার

প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও, দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারের দৌলতে 6 উইকেটে উত্তরপ্রদেশকে রঞ্জির (Ranji Trophy 2022-23) প্রথম ম্যাচে হারাল বাংলা (Bengal Win Against Uttar Pradesh by 6 Wickets) ৷ সেই সঙ্গে গুরুত্বপূর্ণ 6 পয়েন্ট মনোজ তিওয়ারিদের ঝুলিতে ৷

By

Published : Dec 16, 2022, 1:22 PM IST

Published : Dec 16, 2022, 1:22 PM IST

Updated : Dec 16, 2022, 1:47 PM IST

Ranji Trophy 2022-23 Bengal Win Against Uttar Pradesh by 6 Wickets
Ranji Trophy 2022-23 Bengal Win Against Uttar Pradesh by 6 Wickets

কলকাতা, 16 ডিসেম্বর: কৌশিক ঘোষ, অনুষ্টুপ মজুমদার এবং অধিনায়ক মনোজ তিওয়ারি ৷ তিন ব্যাটারের অর্ধশতরানে ভর করে উত্তরপ্রদেশের বিরুদ্ধে জয় দিয়ে রঞ্জি (Ranji Trophy 2022-23) অভিযান শুরু করল বাংলা ৷ সেই সঙ্গে গ্রুপ-এ থেকে 6 পয়েন্ট তুলে নিল বাংলা দল ৷ শেষদিনে 4 উইকেট হারিয়ে 259 রান তুলে 6 উইকেটে জয় নিশ্চিত করলেন মনোজ তিওয়ারিরা (Bengal Win Against Uttar Pradesh by 6 Wickets) ৷ এদিন শুরুতেই কৌশিক ঘোষ (69 রান) আউট হয়ে গেলেও, অনুষ্টুপ এবং মনোজ তিওয়ারি বাংলাকে জয়ের লক্ষ্যে নিয়ে যান ৷

বাংলাকে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 257 রান তুলতে হত ৷ গতকাল বাংলার দুই ওপেনার অভিষেক দাস এবং কৌশিক ঘোষ ইনিংস শুরু করেন ৷ কিন্তু, অভিষেক মাত্র 9 রান ফিরে যান ৷ এর পর কৌশিক এবং সুদীপ ঘরামি বাংলার ইনিংস সামলান ৷ সুদীপ ব্যক্তিগত 22 রানে আউট হন ৷ তবে, কৌশিক ঘোষ এবং অনুষ্টুপ মজুমদার বাংলার ইনিংসের হাল ধরেন ৷ তৃতীয় দিনের শেষে বাংলা দলের স্কোর ছিল 2 উইকেটে 156 রান ৷ সেখান থেকে এদিন সকালে কৌশিক এবং অনুষ্টুপ ইনিংস শুরু করেন ৷ তবে, প্রথম ওভারেই ব্যক্তিগত 69 রানে আউট হয়ে যান কৌশিক ঘোষ ৷

আরও পড়ুন:দুরন্ত প্রত্যাঘাত, রঞ্জির প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি মনোজরা

সেখান থেকে অনুষ্টুপের সঙ্গে বাংলার ইনিংস সামলান অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwari) ৷ অনুষ্টুপ এবং মনোজ 97 রানের পার্টনারশিপ করেন ৷ বাংলার 253 রানের মাথায় অনুষ্টুপ 83 রানে আউট হন ৷ তবে, ততক্ষণে বাংলা এবারের রঞ্জির প্রথম জয় নিশ্চিত করে ফেলে ৷ শেষে মনোজ এবং শাহবাজ আহমেদ জয়ের প্রয়োজনীয় রান তুলে নেন ৷ অধিনায়ক মনোজ তিওয়ারি 108 বলে খেলে 60 রানে অপরাজিত থাকেন ৷ ম্যাচের সেরা হয়েছেন পেসার ঈশান পোড়েল ৷ প্রথম ইনিংসে 5 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে 2 উইকেট নিয়েছিলেন ৷ বাংলার পরের ম্যাচে ইডেনে আগামী 20 ডিসেম্বর ৷ প্রতিপক্ষ হিমাচলপ্রদেশ ৷

Last Updated : Dec 16, 2022, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details