পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Bengal vs Odisha Ranji Trophy: প্রতিপক্ষ ওড়িশা, ইডেনের সবুজ পিচ নিয়ে ক্ষোভ মনোজের

ইডেনের সবুজ পিচ নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি (Ranji Trophy 2022-23) ৷ নিরপেক্ষ কিউরেটর দিয়ে তৈরি পিচে অতিরিক্ত জল দেওয়ার অভিযোগ করেছেন মনোজ ৷

Bengal vs Odisha Ranji Trophy ETV BHARAT
Bengal vs Odisha Ranji Trophy

By

Published : Jan 23, 2023, 9:26 PM IST

কলকাতা, 23 জানুয়ারি: সামনে শুধুই মিশন ওড়িশা, বাকি সব অতীত ৷ লাহলিতে হরিয়ানার বিরুদ্ধে দাপুটে জয়ের কোনও উল্লেখ 23 জানুয়ারি ইডেনে বাংলার প্র্যাকটিসে নেই ৷ মঙ্গলবার ইডেনে রঞ্জিতে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে এক নম্বরে থাকা বাংলা (Bengal vs Odisha Match Preview) ৷ তবে, মঙ্গলবার থেকে শুরু হওয়া ম্যাচের জন্য যে উইকেট তৈরি করা হয়েছে, তা সুবজ গালিচা ৷ যেখানে বাংলার প্রতিপক্ষ ওড়িশা ৷ তবে, এই পিচ দেখে খুশি নন, বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি ৷

বাংলার নক-আউটে ওঠা প্রায় নিশ্চিত। তাই বলে শুভ্রাংশু সেনাপতির ওড়িশাকে হালকাভাবে নেওয়ার কোনও মানসিকতা দেখাতে চান না মনোজ তিওয়ারিরা ৷ 6 ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে ওড়িশা ইতিমধ্যেই রঞ্জি থেকে বিদায় নিয়েছে ৷ তবে, ইডেনের উইকেটে জয়ের লক্ষ্যে বাংলা তিন পেসারে আস্থা রাখার কথা ভাবছে ৷ তবে, টিমের তালিকা এখনও চূড়ান্ত হয়নি ৷ কোচ লক্ষ্মীরতন শুক্লার জ্বর ৷ পাশাপাশি পিচ নিয়ে অসন্তোষ বাংলা দলে ৷ নিরপেক্ষ কিউরেটরের অধীনে বাইশ গজ তৈরি হয়েছে ৷ তাতে প্র্যাকটিস উইকেট আন্ডার প্রিপেয়ার্ড বলে অভিযোগ উঠেছে ৷

পাশাপাশি, প্র্যাকটিস উইকেটে অতিরিক্ত জল দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মনোজ ৷ বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি যা নিয়ে প্র্যাকটিসের পরে ক্ষোভপ্রকাশ করেন ৷ তিনি বলেন, “ঘরের মাঠে পছন্দসই উইকেট কেন আমরা পাব না ? প্র্যাকটিস উইকেটে বাড়তি জল দেওয়া হয়েছে ৷ পুরোপুরি আন্ডার প্রিপেয়ার্ড উইকেট ৷ আমাদের মনোবল ভেঙে গিয়েছে এই উইকেট দেখে ৷ ব্যাটাররা সকলেই অখুশি ৷ প্র্যাকটিস করতে গিয়ে আকাশদীপের তলপেটে চোট লাগল ৷’’

মনোজ অভিযোগ করেছেন, ‘‘ম্যাচ উইকেটে এত জল দেওয়া হয়েছে যে, ঠিক সময়ে খেলা শুরু করা যাবে কি না, সন্দেহ আছে ৷ কেন এত জল দিয়েছে বুঝতে পারছি না ! আন্ডার প্রিপেয়ার্ড উইকেট হয়ে যেতে পারে ৷ যাঁর যা দায়িত্ব, তিনি সেই কাজটা ঠিকভাবে করবেন না কেন ? সিএবি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব ৷ ঘরের মাঠে প্র্যাকটিস উইকেট ঠিক না-পেলে প্রস্তুতিতে সমস্যা হয় ৷ চ্যাম্পিয়ন হওয়ার পথে এই সমস্যাগুলো বড় ভূমিকা হয়ে দাঁড়ায় ৷’’

আরও পড়ুন:আইসিসি’র বর্ষসেরা টি-20 একাদশে ভারতের তিন

ভারতীয় দলে খেলতে যাওয়ায় মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ এই ম্যাচে নেই ৷ প্রীতম চক্রবর্তী না গীত পুরী ? কাকে খেলানো হবে, তা ম্যাচের দিন ঠিক করতে চায় বেঙ্গল টিম ম্যানেজমেন্ট ৷ একইভাবে আকাশ ঘটক না প্রদীপ্ত প্রামাণিক কার হাতে স্পিনের দায়িত্ব থাকবে, সেটাও মঙ্গলবার পিচের অবস্থা দেখে ঠিক করতে চায় বাংলা ৷ মনোজ তিওয়ারির দলে সবচেয়ে চিন্তার জায়গা দলের ওপেনাররা ৷ অভিমন্যু ঈশ্বরণ রান পেলেও, বাকি ওপেনাররা থিতু হতে ব্যর্থ ৷ করণ লালের উপর আস্থা রাখার ইঙ্গিত মিললেও চিন্তা দূর হচ্ছে না ৷

ABOUT THE AUTHOR

...view details