পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Albanese on Ind-Aus Relation: উন্নত বিশ্ব গড়তে এক সঙ্গে লড়ছে ভারত-অস্ট্রেলিয়া, মত অ্যান্টনি অ্যালবেনিসের - অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিস

বৃহস্পতিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চলা বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচ (India-Australia 4th Test) ৷ ওই ম্যাচের আগে স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিস (Australian PM Anthony Albanese) ৷

Albanese on Ind-Aus Relation
Albanese on Ind-Aus Relation

By

Published : Mar 9, 2023, 3:53 PM IST

আমেদাবাদ (গুজরাত), 9 মার্চ: ভারত ও অস্ট্রেলিয়া বিশ্বকে আরও ভালো করে তোলার জন্য হাতে হাত মিলিয়ে লড়াই করছে ৷ আর ক্রিকেট মাঠে এই দুই দেশ বিশ্বসেরা হওয়ার জন্য লড়াই করছে ৷ দুই দেশের মধ্যে মজবুত সম্পর্ককে এই ভাবেই ব্যাখ্যা করলেন অজি প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিস (PM Anthony Albanese on Ind-Aus Relation) ৷

বৃহস্পতিবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলা বর্ডার-গাভাসকার ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ টেস্ট শুরু হয়েছে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ ম্যাচের আগে এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ৷ ম্যাচ শুরু হওয়ার পর বেশ কিছুক্ষণ দুই দেশের প্রধানমন্ত্রী গ্যালারিতেই ছিলেন ৷ তার পর তাঁরা সেখান থেকে বেরিয়ে যান ৷ পরে টুইটে ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এমনই লেখেন অ্যালবেনিস ৷

টুইটারে তিনি লিখেছেন, ‘‘দুই ক্রিকেটপ্রেমী দেশ হিসেবে, অস্ট্রেলিয়া ও ভারত একটি ভয়ানক কিন্তু বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকে । এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রকৃত সম্মান, যা আমাদের জনগণের মধ্যে স্নেহ ও বন্ধুত্বকে প্রতিফলিত করে ।’’ তিনি আরও লিখেছেন, ‘‘মাঠে অস্ট্রেলিয়া ও ভারত বিশ্বের সেরা হওয়ার প্রতিযোগিতা করছে । মাঠের বাইরে, আমরা একটি উন্নত বিশ্ব গড়তে সহযোগিতা করছি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমি আজ গুজরাতে চতুর্থ টেস্ট উদ্বোধনের সুযোগ পেয়েছিলাম । সকল খেলোয়াড়ের জন্য শুভকামনা (তবে অস্ট্রেলিয়াকে ভালো খেলার শুভেচ্ছা!) ৷’’

প্রসঙ্গত, এদিন মোতেরায় ম্যাচের আগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ দুই দেশের অধিনায়কের হাতে তাঁদের দেশের প্রধানমন্ত্রীরা বিশেষ টুপি তুলে দেন ৷ রোহিত শর্মার সঙ্গে মোদি ও স্টিভ স্মিথের সঙ্গে অ্যালবেনিস দেশের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ৷ তাঁরা খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতেও গলা মেলান ৷ স্টেডিয়ামে একটি হল অফ ফেম-এর উদ্বোধন করেন ৷ বিশেষ গাড়িতে চেপে মাঠের চারিদিকে ঘুরে গ্যালারিতে উপস্থিত দর্শকদের অভিবাদনও জানান মোদি ও অ্যান্টনি ৷

এই নিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তিনি লিখেছেন, ‘‘ক্রিকেট, ভারত ও অস্ট্রেলিয়ার সাধারণ আবেগ ! ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের অংশ দেখার জন্য আমার বন্ধু, প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিসের সঙ্গে আমেদাবাদে থাকতে পেরে আনন্দিত । আমি নিশ্চিত একটি উত্তেজনাপূর্ণ খেলা হবে !’’

বুধবার ভারত সফরে এসেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ৷ ওই দিন তিনি গুজরাতের রাজভবনে সেখানকার রাজ্যপাল আচার্য দেবব্রত ও ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে হোলির উৎসবেও সামিল হন ৷ পরে সবরমতী আশ্রমে গিয়ে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানান ৷

আরও পড়ুন:ভারত ও অস্ট্রেলিয়ার বন্ধুত্বের 75 বছর উদযাপনে মোদি ও অ্যান্টনির ক্রিকেট কূটনীতি

ABOUT THE AUTHOR

...view details