পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ওয়ার্নারের সেঞ্চুরি, পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া

ম্যাচেই সমালোচকদের জবাব দিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার । সেঞ্চুরি করে দলকে জেতালেন । ম্যাচের সেরার পুরস্কার পেলেন ।

ডেভিড ওয়ার্নার

By

Published : Jun 13, 2019, 6:56 AM IST

লন্ডন, 13 জুন : ভারতের বিরুদ্ধে 'স্লো' ব্যাটিংয়ের জন্য সমালোচিত হয়েছিলেন । পাকিস্তানের বিরুদ্ধে পরের ম্যাচেই সমালোচকদের জবাব দিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার । সেঞ্চুরি করে দলকে জেতালেন । ম্যাচের সেরার পুরস্কার পেলেন ।

গতকাল টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ় আহমেদ । কিন্তু, প্রথম 20 ওভার অধিনায়কের সিদ্ধান্তের মর্যাদা দিতে পারেননি পাকিস্তানের বোলাররা । 23তম ওভারের প্রথম বলে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ে । ব্যক্তিগত 82 রান করে আউট হন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ । ততক্ষণে স্কোরবোর্ডে 146 রান উঠে গেছে ।

তবে প্রথম উইকেট পড়ার পর ঘুরে দাঁড়ান পাকিস্তানের বোলাররা । বিশেষ করে মহম্মদ আমির । একসময় বিশ্বকাপ দলে তাঁর ঠাঁই পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল । কিন্তু, বিশ্বকাপের প্রথম থেকে পাকিস্তানের প্রধান বোলারের ভূমিকা পালন করে চলেছেন তিনি । গতকালও নিলেন পাঁচ উইকেট । মূলত তাঁর দাপটেই 49 ওভারে 307 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া । অথচ একসময় মনে হচ্ছিল, 350-র কাছাকাছি রান করতে পারে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা । ওয়ার্নার 111 বলে 107 রান করেন । দুই ওপেনার ছাড়া অস্ট্রেলিয়ার বাকি কোনও ব্যাটসম্যান তেমন সুবিধা করতে পারেননি ।


308 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ফখর জ়ামানের উইকেট হারায় পাকিস্তান । এরপর বাবর আজ়ম এবং ইমাম-উল হক দলের হাল ধরলে বেশিক্ষণ জুটি টিকিয়ে রাখতে পারেননি । ব্যক্তিগত 30 রানে আউট হন আজ়ম । 53 রান করেন ইমাম । মহম্মদ হাফিজ়, সরফরাজ, হাসান আলি এবং ওয়াহাব রিয়াজ় পালটা লড়াই দেওয়ার চেষ্টা করেন । কিন্তু, 50-র গন্ডি কেউ পেরোতে পারেননি । 266 রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান । 41 রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া ।

ABOUT THE AUTHOR

...view details