পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: চিপকে আফগানদের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং বাবরদের

Pakistan vs Afghanistan Toss: চিপকের স্পিন সহায়ক পিচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷ স্পিন-হেভি আফগানদের বিরুদ্ধে চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে রানতাড়া করা কঠিন হবে বলেই মনে করছে পাক টিম ম্যানেজমেন্ট ৷

Image Courtesy: ICC X
Image Courtesy: ICC X

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 2:09 PM IST

Updated : Oct 23, 2023, 2:27 PM IST

চেন্নাই, 23 অক্টোবর: পরপর দু’ম্যাচে হারের ধাক্কার পর এবার আফগানিস্তানের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া পাকিস্তান ৷ চেন্নাইয়ের চিপকে তাই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷ স্পিন সহায়ক পিচে স্কোর বোর্ডে রান তুলে তা ডিফেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷ এই ম্যাচে মহম্মদ নওয়াজকে ছাড়াই নামতে হচ্ছে পাকিস্তানকে ৷ তাঁর জ্বর হয়েছে বলে জানিয়েছেন বাবর ৷ তাঁর জায়গায় সহ-অধিনায়ক শাদাব খান প্রথম একাদশে ফিরেছেন ৷

কিন্তু, গত দুই ম্যাচে পাকিস্তানের ব্যাটিংয়ের পাশাপাশি, বোলিং বিভাগও পুরোপুরি ব্যর্থ ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 368 রান টার্গেট সামনে ছিল বাবর এবং রিজওয়ানদের ৷ সেই রান তাড়া করতে গিয়ে 305 রানের বেশি করতে পারেনি পাকিস্তান ৷ আর সেখানে আফগানদের শক্তিশালী স্পিন বোলিংয়ের সামনে স্কোরবোর্ডে বড় রান তোলা কতটা সম্ভব হবে পাকিস্তান ব্যাটারদের পক্ষে তা নিয়ে সংশয় থাকছে ৷ আর চেন্নাইয়ের উইকেটে বেহাল বোলিং নিয়ে রান ডিফেন্ড করা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

এই বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে অধিনায়ক বাবর আজমের রান না পাওয়া ৷ এখনও পর্যন্ত চার ম্যাচে মাত্র একটি হাফ-সেঞ্চুরি করেছেন বাবর ৷ আমেদাবাদে ভারতের বিরুদ্ধে সেই ইনিংসে তেমন আত্মবিশ্বাস ছিল না ৷ যার ফল মাঠে পাকিস্তান দলকে ভুগতে হচ্ছে ৷ একমাত্র মহম্মদ রিজওয়ান ছাড়া কোনও ব্যাটারই এই টুর্নামেন্টে ধারাবাহিক নন ৷ রিজওয়ান এখনও পর্যন্ত 4 ম্যাচে 1টি সেঞ্চুরি-সহ 294 রান করেছেন ৷ কিন্তু, উলটোদিক থেকে তেমন সাহায্য পাননি তিনি ৷ তবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিং জুটি প্রথমবার এই টুর্নামেন্টে সেঞ্চুরি পার্টনারশিপ করেছে ৷

আরও পড়ুন:ওয়ান-ডে ক্রিকেটে 'বিরাট' রান তাড়া করে জয়ের নাম কোহলি

এ দিন আফগানিস্তান দলে একটি বদল করা হয়েছে, ফজল হক ফারুকির জায়গায় নূর আহমেদকে খেলিয়েছে হাসমাতুল্লাহ শাহিদির দল ৷ আফগানিস্তানের বোলাররা এ দিন শুরুটা মোটামুটি ভালোই করেছেন ৷ এখনও পর্যন্ত সেই অর্থে পাকিস্তানের ওপেনারদের আক্রমণে যাওয়ার সুযোগ দেয়নি আফগান বোলাররা ৷ নবীন-উল-হক এবং স্পিনার মুজিব উর রহমানকে দিয়ে দুই এন্ড থেকে বোলিং ওপেন করিয়েছন অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি ৷ এই ম্যাচ হাত থেকে ফসকালে, বিশ্বকাপ সেমিফাইনাল থেকেও কার্যত ছিটকে যাবে পাকিস্তান ৷

Last Updated : Oct 23, 2023, 2:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details