মেলবোর্ন, 23 অক্টোবর: দু'দেশের ক্রিকেট অনুরাগীদের প্রবল আকুতির হার মানল অস্ট্রেলিয়ার 'ব্যুরো অফ মেটেয়োরোলজি'-র পূর্বাভাস ৷ দুর্যোগের ঘনঘটা সরিয়ে মেলবোর্নে রবিবাসরীয় ভারত-পাক দ্বৈরথ শুরু হল যথাসময়েই ৷ মেগা ম্যাচে আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামিদের দাপুটে বোলিং'য়ে প্রথমে ব্যাট করে 20 ওভারে 159 রানে থামল পাকিস্তান (Pakistan post runs against India at MCG in T20 WC) ৷ অর্থাৎ, দুবাইয়ে গত বিশ্বকাপে হারের বদলা নিতে মেলবোর্নে ভারতের চাই রান 160 রান ৷
প্রতিশোধের ম্য়াচে এমসিজি-তে এদিন টস জিতে রান তাড়া করার পথে হাঁটেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ 37 বছর পর ভারত-পাক মহারণের সাক্ষী থাকতে মেলবোর্ন এদিন কানায়-কানায় পূর্ণ ৷ লক্ষাধিক দর্শক পরিপূর্ণ এমসিজি-তে তরুণ অর্শদীপের বোলিংয়ে শুরুতেই কেঁপে যায় পাক ব্যাটিং লাইন-আপ ৷ গোল্ডেন ডাক হয়ে ফেরেন পাক অধিনায়ক বাবর আজম ৷ 4 রানে ফেরেন আরেক ওপেনার মহম্মদ রিজওয়ান ৷ তৃতীয় উইকেটে ইফতিকার আহমেদ এবং শান মাসুদের 76 রানের জুটিতে হালে পানি পায় ওয়াঘার ওপারের দেশটি ৷