হায়দরাবাদ, 6 অক্টোবর: বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ডাচরা ৷ ‘মেন ইন গ্রিন’-এর সঙ্গে সমানে পাল্লা দিয়ে লড়াই চালাল ‘অরেঞ্জ আর্মি’ ৷ বিক্রমজিৎ সিং ও বাস দে লিডের ব্যাটে একসময় জয়ের স্বপ্নও দেখা শুরু হয়ে গিয়েছিল নেদারল্যান্ডস ড্রেসিংরুমে ৷ যদিও বোলারদের দাপটে শেষ পর্যন্ত ম্যাচ পকেটে পুরল ‘বাবর অ্যান্ড কোং’ ৷ 287 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 205 রানেই অল-আউট হয়ে গেল স্কট এডওয়ার্ডসের দল ৷
পরপর দু’টি গা-ঘামানো ম্যাচে হারের পর বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচেই 81 রানের বিরাট ব্যাবধানে ম্যাচ জিতে নিল পাকিস্তান ৷ বাবরদের দেওয়া 287 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিলেন বিক্রমজিৎ সিং ৷ ম্যাক্স ও’ডড ও কলিন অ্যাকারমান পরপর ফিরলে রানের টেম্পো ধরেন বাস ডি লিড ৷ ব্যক্তিগত 52 রানে বিক্রমজিৎ ক্রিজ ছাড়লেও প্রায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান বাস ডে লিড ৷
আরও পড়ুন: 7 বছর পর ভারতে পাক দল, আগে খেলে গিয়েছেন স্কোয়াডের মাত্র দু’জন