পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিক্রমজিৎ-বাসের লড়াই ব্যর্থ, বিশাল ব্যবধানে ডাচ ‘বধ’ পাকিস্তানের

ICC Cricket World Cup 2023: বোলারদের দাপটে শেষ পর্যন্ত ম্যাচ পকেটে পুরল ‘বাবর অ্যান্ড কোং’ ৷ 287 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 205 রানেই অল-আউট হয়ে গেল স্কট এডওয়ার্ডসের দল ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 9:24 PM IST

Updated : Oct 6, 2023, 10:43 PM IST

হায়দরাবাদ, 6 অক্টোবর: বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ডাচরা ৷ ‘মেন ইন গ্রিন’-এর সঙ্গে সমানে পাল্লা দিয়ে লড়াই চালাল ‘অরেঞ্জ আর্মি’ ৷ বিক্রমজিৎ সিং ও বাস দে লিডের ব্যাটে একসময় জয়ের স্বপ্নও দেখা শুরু হয়ে গিয়েছিল নেদারল্যান্ডস ড্রেসিংরুমে ৷ যদিও বোলারদের দাপটে শেষ পর্যন্ত ম্যাচ পকেটে পুরল ‘বাবর অ্যান্ড কোং’ ৷ 287 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 205 রানেই অল-আউট হয়ে গেল স্কট এডওয়ার্ডসের দল ৷

পরপর দু’টি গা-ঘামানো ম্যাচে হারের পর বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচেই 81 রানের বিরাট ব্যাবধানে ম্যাচ জিতে নিল পাকিস্তান ৷ বাবরদের দেওয়া 287 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিলেন বিক্রমজিৎ সিং ৷ ম্যাক্স ও’ডড ও কলিন অ্যাকারমান পরপর ফিরলে রানের টেম্পো ধরেন বাস ডি লিড ৷ ব্যক্তিগত 52 রানে বিক্রমজিৎ ক্রিজ ছাড়লেও প্রায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান বাস ডে লিড ৷

আরও পড়ুন: 7 বছর পর ভারতে পাক দল, আগে খেলে গিয়েছেন স্কোয়াডের মাত্র দু’জন

2003 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে 4 উইকেট নিয়েছিলেন টিম ডে লিড ৷ 20 বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধেও 4 উইকেট তুলে নিলেন টিম ডে লিডের ছেলে ৷ বাসের ব্যাটেও এদিন আসে মহামূল্যবান 67 রান ৷ বাকি ব্যাটাররা খানিক ধরে খেলতে পারলে এদিন পাকিস্তানের হাত থেকে ম্যাচ বের করেও নিতে পারত ডাচরা ৷

আরও পড়ুন: ধোনির মতো ম্যাচ-রিডিং ক্ষমতা কারও নেই, মত বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের ছোটবেলার বন্ধুর

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: 49 ওভারে 286 অল-আউট ( মহম্মদ রিজওয়ান 68, সৌদ শাকিল 68, শাদাব খান 32, মহম্মদ নওয়াজ 39, বাস ডি লিড 4/62) নেদারল্যান্ডস: 41 ওভারে 205 অলআউট (বাস ডি লিড 67, বিক্রমজিৎ সিং 52, হ্যারিস রউফ 3/43, হাসান আলি 2/29)

Last Updated : Oct 6, 2023, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details