পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপের আগে ব্যথা বাড়ল বাবরদের, গা-ঘামানো ম্যাচে পাক ‘বধ’ কিউয়িদের - World Cup 2023

কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল আহত হয়ে ক্রিজ ছাড়লেও আপাত কঠিন লক্ষ্যমাত্রায় পৌঁছতে খুব একটা খাটতে হল না ‘ব্ল্যাক ক্যাপস’কে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 10:21 PM IST

Updated : Sep 29, 2023, 11:07 PM IST

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: বিশ্বকাপের আগে ভারতে অভিযানের শুরুটা সুখকর হল না ‘বাবর অ্যান্ড কোং’য়ের ৷ নিজামের শহরে গা-ঘামানো ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেল পাকিস্তান ৷ কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল আহত হয়ে ক্রিজ ছাড়লেও আপাত কঠিন লক্ষ্যমাত্রায় পৌঁছতে খুব একটা খাটতে হল না ‘ব্ল্যাক ক্যাপস’কে ৷

হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 345 রান করে পাকিস্তান ৷ 38 বল বাকি থাকতেই সেই রান তুলে ফেলে কেন উইলিয়ামসনের দল ৷ প্রথমে ব্যাট করতে নেমে মহাম্মদ রিজওয়ান (91 বলে 103 রিটায়ার্ড হার্ট), বাবর আজম (84 বলে 80) এবং সৌদ শওকিল (53 বলে 75) দুর্দান্ত শুরু করেন ৷ 5 উইকেটে 345 রান তোলে পাকিস্তান । রান তাড়া করতে নেমে রবীন্দ্র (72 বলে 97), উইলিয়ামসন (50 বলে 54), ড্যারিল মিচেল (57 বলে 59 রান রিটায়ার্ড হার্ট) এবং মার্ক চ্যাপম্যান (41 বলে 65 বলে অপরাজিত) এর দৌলতে নিউজিল্যান্ড 43.4 ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ।

আরও পড়ুন: হার্ড হিটিং টপ-অর্ডার এবং পেসের ভারসাম্যে বিশ্বকাপে ক্যাঙারুরা

উইলিয়ামসন, মার্চ মাসে আইপিএলে চোট পেয়ে তার হাঁটুর রিহ্যাব চালিয়ে যাচ্ছেন ৷ শুক্রবার ব্যাট করলেও 5 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অংশ নেবেন না তিনি । তবে পাকিস্তানের আক্রমণের বিরুদ্ধে তিনি যেভাবে ব্যাটিং করেছেন তা দেখে মনে হচ্ছে খেলার অন্যান্য ক্ষেত্রে না-হলেও তিনি ব্যাটিং ফ্রন্টে প্রস্তুত ছিলেন ।

আরও পড়ুন: ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের ক্ষমতা রয়েছে, মত ধোনির ছোটবেলার কোচের

Last Updated : Sep 29, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details