হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: বিশ্বকাপের আগে ভারতে অভিযানের শুরুটা সুখকর হল না ‘বাবর অ্যান্ড কোং’য়ের ৷ নিজামের শহরে গা-ঘামানো ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেল পাকিস্তান ৷ কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল আহত হয়ে ক্রিজ ছাড়লেও আপাত কঠিন লক্ষ্যমাত্রায় পৌঁছতে খুব একটা খাটতে হল না ‘ব্ল্যাক ক্যাপস’কে ৷
হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 345 রান করে পাকিস্তান ৷ 38 বল বাকি থাকতেই সেই রান তুলে ফেলে কেন উইলিয়ামসনের দল ৷ প্রথমে ব্যাট করতে নেমে মহাম্মদ রিজওয়ান (91 বলে 103 রিটায়ার্ড হার্ট), বাবর আজম (84 বলে 80) এবং সৌদ শওকিল (53 বলে 75) দুর্দান্ত শুরু করেন ৷ 5 উইকেটে 345 রান তোলে পাকিস্তান । রান তাড়া করতে নেমে রবীন্দ্র (72 বলে 97), উইলিয়ামসন (50 বলে 54), ড্যারিল মিচেল (57 বলে 59 রান রিটায়ার্ড হার্ট) এবং মার্ক চ্যাপম্যান (41 বলে 65 বলে অপরাজিত) এর দৌলতে নিউজিল্যান্ড 43.4 ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ।